আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ-২০২২ এর। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মত মাঠে গড়াচ্ছে এবারের আসর। অংশ নিবে ফিফা অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল। শিরোপা জয়ের লড়াইয়ে এবার আরব দেশটির আটটি মাঠে বসবে এবারের বিশ্বকাপ।
আরও পড়ুন- উরুগুয়ে থেকে আর্জেন্টিনা, কেমন ছিল ১১টি বিশ্বকাপের বল
বিজ্ঞাপন
১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এবারের কাতার বিশ্বকাপ, প্রতিটি আসরই জন্ম দিয়েছে জানা-অজানা অনেক অঘটনের। যেমনটা ২০১৪ সালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের অসহায় আত্মসমর্পণ দেখেছিল গোটা ফুটবল বিশ্ব। ৭-১ গোলের লজ্জাজনক সেই হারে টুর্নামেন্ট থেকেই সেবার বিদায় নেয় নেইমার-অস্কার বাহিনী। বিশ্বকাপে এর আগের ২১টি আসর এমন হাজারো অঘটন জন্ম দিয়েছে, যা দর্শকদের হৃদয়ে গেঁথে থাকবে যুগের পর যুগ। জেনে নেওয়া যাক, ফুটবল বিশ্বকাপে এমনই ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু অঘটনের ইতিহাস।
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড, ১৯৫০ বিশ্বকাপ
সাদাকালো যুগের এই ম্যাচকে বলা হয় ‘মিরাকল অন টার্ফ’। আগের টানা সাত আন্তর্জাতিক ম্যাচে হেরেছিল যুক্তরাষ্ট্র। গোলের হিসেব করলে যার সংখ্যা দাঁড়ায় ৪৫-২। সেই যুক্তরাষ্ট্রই সেবার হারিয়ে বসে শক্তিশালী ইংল্যান্ডের মতো দলকে। ৩৮ মিনিটে জো গাটজেনসের করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
উত্তর কোরিয়া ও ইতালি, ১৯৬৬ বিশ্বকাপ
সেবারই প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে খেলার সুযোগ পায় উত্তর কোরিয়া। এমনকি বর্তমান সময় পর্যন্ত সেটাই তাদের সর্বোচ্চ সাফল্য। সেবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল এশিয়ার দলটি। প্রথম ম্যাচে সোভিয়েত ইউনিয়নের কাছে পরাজয়, দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ড্র আর শেষ ম্যাচ ইতালির বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে আজ্জুরিদের গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দিয়েছিল দলটি।
আরও পড়ুন- নেইমারের প্রচারে বাংলাদেশি যুবক
আলজেরিয়া ও পশ্চিম জার্মানি, ১৯৮২ বিশ্বকাপ
যেকোন বিশ্বকাপে নতুন দল মানেই চমক। সে ঐতিহ্য রক্ষা করতেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শিরোপার দাবিদার জার্মানিকে হারিয়ে অঘটনের জন্ম দেয় আফ্রিকার দেশ আলজেরিয়া। ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় দলটি। সেবার অবশ্য পশ্চিম জার্মানি প্রথম ম্যাচে পরাজয়ের পরও ফাইনাল পর্যন্ত গিয়েছিল। মাদজারের ৫৪ মিনিটের গোলের পর ৬৭ মিনিটে সমতায় ফেরানো গোল করেন রুমেনিগে। এর এক মিনিট পর করা বেলোমির গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া।
ক্যামেরুন ও আর্জেন্টিনা, ১৯৯০ বিশ্বকাপ
দ্বিতীয় শিরোপা জয়ের পর সেবার আসরের প্রথম ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। অন্যদিকে বিশ্বকাপে সেবারই প্রথম সুযোগ পেয়েছিল ক্যামেরুন। দলটি ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেছিলেন ফ্রান্সিস ওমাম ও বিয়িক।

জার্মানি ও ব্রাজিল, ২০১৪ বিশ্বকাপ
ফুটবলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ধরা হয় এই ম্যাচকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্রাজিলকে নিজেদের মাঠেই ৭-১ গোল হারিয়েছিল মুলার-ক্লোসার বাহিনী।
আরও পড়ুন- কাতারে হয়রানির শিকার আমেরিকান সাংবাদিক
মেক্সিকো ও জার্মানি, ২০১৮ বিশ্বকাপ
২০১৪ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রাশিয়া বিশ্বকাপ খেলতে আসে জার্মানি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানদের প্রতিপক্ষ ছিলো মেক্সিকো। ম্যাচের শুরু থেকেই দারুণ উজ্জীবিত মেক্সিকান ওয়েভের সামনে খেই হারিয়ে বসে জার্মানি।
৩৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে চাকি লোজানোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। এরপর শত চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি জার্মানি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পর শেষ ম্যাচেও দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই সেবার বিদায় নেয় জোয়াকিম লো`র শিষ্যরা। তাছাড়াও আগের দুই বিশ্বকাপের মতই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বে বাদ পড়ার ধারাও বজায় রাখে জার্মানি।
এফএইচ































































































































































































































































































































































































































































