বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

কেমন আছেন ইনজুরিতে থাকা আর্জেন্টাইন ফুটবলাররা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

কেমন আছেন ইনজুরিতে থাকা আর্জেন্টাইন ফুটবলাররা?

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ২০ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের। এবারের আসরে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ফিফা অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল। এরমধ্যেই কাতারে পৌঁছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। ফুটবলাররা যোগ দিচ্ছেন নিজেদের অনুশীলন ক্যাম্পে।

সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে দলের সঙ্গে গতকাল যোগ দিয়েছেন লিওনেল মেসিসহ আরও কয়েক ফুটবলার। দলের বাকি সদস্যরা আরব আমিরাতে পৌঁছাবেন আজ।


বিজ্ঞাপন


তবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিবিরে বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। ইতিমধ্যেই দলের একাধিক তারকা ফুটবলার ইনজুরিতে ছিটকে গেছেন আসর থেকে। তাছাড়াও স্কালোনির বিশ্বকাপ স্কোয়াডের আরও কয়েকজন ফুটবলার চোটে ভুগছেন। জেনে নেওয়া যাক দলের ইনজুরি আক্রান্ত ফুটবলারদের বর্তমান অবস্থা।

আনহেল ডি মারিয়া

অক্টোবরের মাঝামাঝি সময় চোট পান দলের এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। তবে ধীরে ধীরে চোট কাটিয়ে উঠেছেন তিনি। সুস্থ হয়ে মাঠেও ফিরেছেন ডি মারিয়া। জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনটি ম্যাচও। যদিও বদলি হয়েই নেমেছেন সবগুলো ম্যাচে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- লেভানডভস্কি তরুণ খেলোয়াড়দের জন্য রোল মডেল: মিচনিউইচ

লিয়ান্দ্রো পারেদেস

বাম ঊরুর হ্যামস্ট্রিংয়ে লো গ্রেড চোটে শঙ্কা জাগে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারের বিশ্বকাপে খেলা নিয়ে। তবে পেশির চোট কাটিয়ে দুই সপ্তাহ পর আবারও মাঠে ফিরে নিজ ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেছেন দুটি ম্যাচ। পুরোপুরি সুস্থ হয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পারেদেসকে একাদশে পাওয়ার আশা কোচ স্কালোনির। 

পাওলো দিবালা

প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর ইতালিয়ান সিরিআ’তে তুরিনোর বিপক্ষে এএস রোমার ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন দিবালা। ম্যাচের ৭০তম মিনিটে বদলি হিসেবে নেমে প্রতিপক্ষের রক্ষণে বেশ ভালোভাবেই চাপ তৈরি করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মার্কোস অ্যাকুনা

অনেক দিন ধরেই কুঁচকির চোটে ভুগছিলেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মার্কোস আকুনা। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এই ফুটবলার। বিশ্বকাপ ক্যাম্পেও যোগ দিয়েছেন এই স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলা তারকা। ম্যাচ খেলা নিয়ে শঙ্কাও কেটে গেছে বেশ জোরালোভাবে।

আরও পড়ুন- মেসির সঙ্গে খেলা স্বপ্নের মতো: লেভানডভস্কি

ক্রিস্টিয়ান রোমেরো

ইংলিশ ক্লাব টটেনহামের হয়ে খেলা এই ডিফেন্ডারের বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মাংসপেশির চোটে হটস্পারের হয়ে লিগের শেষদিকের বেশ কয়েকটি ম্যাচে খেলা হয়নি রোমেরোর। চোট থেকে ধীরে ধীরে সেরে উঠলেও তিনি বিশ্বকাপ মঞ্চে আসছেন গত দুই সপ্তাহে কোনো ম্যাচ না খেলার অভিজ্ঞতা নিয়ে।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের মিশন শুরু করবে আর্জেন্টিনা। এবারের আসরে মেসি-দিবালাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার

নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার

রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড

লিওনেল মেসি,আনহেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর