রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেসির সতীর্থকে ছাড়াই রোনালদোর পর্তুগালের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১২:২৭ এএম

শেয়ার করুন:

loading/img

নাকের ডগায় চলে এসেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। সপ্তাহখানের পরই শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই আসর। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এবার কাতার বিশ্বকাপে লড়াইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করল ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রুনোর দেশ পর্তুগাল।

অনুমিত হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। রয়েছেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স এর মতো পরিচিত তারকারা। 


বিজ্ঞাপন


পঞ্চমবারের মতো বিশ্বকাপে পা রাখছেন রোনালদো। অধিনায়ক হিসেবে ধরবেন দলের হাল। এছাড়া কোচ ফার্নান্দো সান্তোস ভারসাম্যপূর্ণ একটি দল গড়ার চেষ্টা করেছেন।

রক্ষণ, মধ্যমাঠ ও আক্রমণভাগ- সবখানেই একাধিক শীর্ষস্থানীয় খেলোয়াড়কে রেখেছেন সান্তোস। ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন ডিয়গো জোটা। দলে নেই পিএসজি তারকা রেনাতো সানচেজও।

তবে তারকানির্ভর ও ভারসাম্য দল হলেও পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াডে তেমন কোনো চমক নেই।


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub