চলতি কাতার বিশ্বকাপে পরিচ্ছন্ন অভিযান চালিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে জাপানের সমর্থকরা। এবার তাদের পথে হাঁটল সৌদি সমর্থকরাও। রোববার পোল্যান্ডের বিরুদ্ধে নিজের দেশ হেরে গেলেও মাঠ ছাড়ার সময় এমন নজির স্থাপন করেন সৌদি সমর্থকরা।
প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে, কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের স্ট্যান্ড পরিষ্কার করেন সৌদি সমর্থকরা।
বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সৌদি দলের সমর্থকদের পানির বোতল এবং অবশিষ্টাংশ সংগ্রহ করে স্টেডিয়ামে বর্জ্য ব্যাগে সংগ্রহ করার ছবি প্রচার করেছেন।
নেটিজেনরা সৌদি সমর্থকদের এমন কাজের প্রশংসা করেছেন। তারা উল্লেখ করেছেন যে, এই আচরণ সৌদি সমর্থকদের নৈতিকতা এবং সংবেদনশীলতার একটি ইতিবাচক চিত্র দেয়।
বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। এই ম্যাচে জিতলে তারা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।
বিজ্ঞাপন
এর আগে জাপানের সমর্থকরা খেলা দেখা শেষে স্টেডিয়াম পরিষ্কার করে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হন।
সূত্র: সৌদি গেজেট
একে































































































































































































































































































































































































































































