শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফাইনালের আগে অস্বস্তিতে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

ফাইনালের আগে অস্বস্তিতে ফ্রান্স

কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার মাঠে নামছে ফ্রান্স ও আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে ফ্রান্স দলের ফুটবলাররা অসুস্থ হয়ে পড়ায় দুশ্চিন্তা বেড়েছে কোচ দিদিয়ে দেশমের। ইংলিশদের ২-১ গোলে হারানো সেই ম্যাচে ফরাসিরা দুষছে ইংরেজদের। অভিযোগ উঠেছে, সেই ম্যাচে ইংল্যান্ডের ফুটবলাররা জ্বর, সর্দি, কাশি নিয়ে খেলেছিলেন। এর জন্যই নাকি ফরাসি ফুটবলাররা অসুস্থ হয়ে পড়েছে।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পর থেকেই অসুস্থ হয়েছেন ফ্রান্সের বেশ কয়েকজন ফুটবলার। আদ্রিওঁ রাবিও ও দায়দ উপেমেকানো মরক্কোর বিপক্ষে খেলতে পারেননি। এবার ফাইনালের আগে সেই তালিকায় যোগ দিয়েছেন ইব্রাহিমা কোনাতে, রাফায়েল ভারানে, কিংসলে কোমানের মতো ফুটবলার।


বিজ্ঞাপন


আরও পড়ুন- গোল করেই কেন আকাশের দিকে দু’হাত তোলেন মেসি?

স্পেনের এক সংবাদমাধ্যমের তথ্যমতে, স্টেডিয়ামের শীতাতপ যন্ত্রের কারণেই ঠান্ডা লেগেছে ফরাসি ফুটবলারদের। স্টেডিয়ামগুলোর আবহাওয়া এতটাই ঠান্ডা যে, অসুস্থ হয়ে পড়ছেন অনেক ফুটবলার। শুধু ফ্রান্স নয়, এর আগে ব্রাজিল দলের অ্যান্টনিও একই অভিযোগ জানিয়েছিলেন। বলেছিলেন, ‘প্রচন্ড ঠান্ডার মধ্যে থাকতে হচ্ছে আমাদের’।

ফরাসি দলের অন্তত তিনজন ফুটবলার কোল্ড ভাইরাসে আক্রান্ত। যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এদের দলের বাকিদের থেকে আলাদা রাখা হয়েছে। তবে দলটির আশা, ফাইনালের আগেই সুস্থ হবেন তারা। কিন্তু অসুস্থ ফুটবলারের সংখ্যা বাড়লে উদ্বেগ বাড়বে। ফরাসি কোচ তাই ম্যাচের আগের দিন পর্যন্ত পরিস্থিতি দেখে ফাইনালের পরিকল্পনা করতে চান। দেশম জানিয়েছেন, ‘এই মৌসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকেরই সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে গিয়েছে’।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর