শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

অভিজ্ঞ ফুটবলার ছাড়াই কাতারের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

অভিজ্ঞ ফুটবলার ছাড়াই কাতারের বিশ্বকাপ দল ঘোষণা

কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর আট দিন। এই মেগা আসরকে সামনে রেখে একে একে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, বেলজিয়াম, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলো ইতোমধ্যে তাদের দল জানিয়ে দিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাল স্বাগতিক দেশ কাতারও।

আট দিন পর শুর হতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞের জন্য দল ঘোষণা করেছেন কাতারের কোচ ফেলিক্স সানচেজ। ২৬ সদস্যের দলে সব ফুটবলারই খেলে থাকেন সেখানকার ঘরোয়া পর্যায়ের সর্বোচ্চ স্তর কাতার স্টার্স লিগে (কিউএসএল)। বিদেশি কোনো লিগে খেলা অভিজ্ঞ একজন খেলোয়াড়ও নেই কাতারে।


বিজ্ঞাপন


অপরদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে কাতার। আসরের উদ্বোধনী ম্যাচে আগামী ২০ নভেম্বর তারা মুখোমুখি হবে ইকুয়েডরের। 'এ' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সেনেগাল।

কাতার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: সাদ আল-শিব, মেশাল বারশাম, ইউসেফ হাসান।

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মুসাব খোদার, তারেক সালমান, বাসসাম আল-রাওয়াই, বৌয়ালেম খৌকি, আবদেলকরিম হাসান, ইসমাইল মোহাম্মদ, হোমান আহমেদ।

মিডফিল্ডার: জাসসেম গাবের, আলি আসাদ, আসসিম মাদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল-হাজরি, মোস্তফা তারেক মাশাল, করিম বৌদিয়াফ, আবদুলআজিজ হাতেম।

ফরোয়ার্ড: নাইফ আল-হাদরামি, আহমেদ আলালদিন, হাসান আল-হাইদোস, আকরাম আফিফ, আলমোয়েজ আলি, মোহাম্মদ মুনতারি, খালিদ মুনির মাজিদ।

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর