বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে পর্তুগাল-ঘানা লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে পর্তুগাল-ঘানা লড়াই

কাতার বিশ্বকাপের পঞ্চম দিনের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে পর্তুগাল ও ঘানা। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে সর্বকালের অনন্য এক রেকর্ডের হাতছানি। একটি মাত্র গোল করলেই ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করা একমাত্র ব্যক্তি হবে তিনি। গ্রুপ এইচের লড়াইয়ে আল আবাউদ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে আফ্রিকার দেশটিকে চাপে রাখে ২০০৬ বিশ্বকাপের সেমি ফাইনালিস্টরা। 

কিন্তু শেষ পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় রোনালদোর দল। 


বিজ্ঞাপন


ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো পর্তুগিজরা। ফরোয়ার্ডদের ফিনিশিং দুর্বলতায় তা আর সম্ভব হয়নি। ঘানার ডিফেন্স শক্ত পরীক্ষার জানান দিয়েছিল।

রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকা সি আর সেভেন সুযোগ সন্ধানী ছিলেন তবে জালের দেখা পান নি ৪৫মিনিট। অপরদিকে ঘানা প্রতি আক্রমণে আশা জাগিয়েও ব্যর্থ হয়।

শেষ মুহূর্তে ফিলিক্স নিশ্চিত গোলের সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেন নি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর