মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কাতার বিশ্বকাপের ৩২ দলের অদ্ভুত সব ডাকনাম ও ইতিহাস

শেখ ওবায়দুল্লাহ
প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

কাতার বিশ্বকাপের ৩২ দলের অদ্ভুত সব ডাকনাম ও ইতিহাস

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। প্রথমবারের মতো চলতি বছর নভেম্বরে মরুর দেশ কাতারে বসতে যাচ্ছে ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বকাপ মানেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ধরনের মানুষের আনাগোনা টুনার্মেন্টকে ঘিরে। এটি আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সেরা মঞ্চ যেখানে সারা বিশ্বের মানুষের সঙ্গে শিল্প ও সংস্কৃতি একত্রিত হয়। 

বিশ্বকাপ হলো মাসব্যাপী কার্নিভাল যেখানে বিশ্বের সেরা ফুটবলীয় ৩২ দেশ চূড়ান্ত পুরস্কারের জন্য লড়াই করে থাকে। যে দলগুলো অংশ নেয় তার মধ্যে প্রায় প্রত্যেকটির রয়েছে ভিন্ন ভিন্ন ডাকনাম, যা দেশগুলোর শিকড় বা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে জানান দেয়। 


বিজ্ঞাপন


সাধারণত এই সকল ডাক নামগুলোর পেছনে একটি গল্প থাকে যা ভক্তদের কাছেও বেশ আবেদন পায়। এ ডাক নামগুলো ভাষ্যকার এবং সাংবাদিকেরাও ব্যবহার করে থাকেন। 

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দেশ ব্রাজিল, যাদের প্রায় ছয়টি ডাকনাম রয়েছে। পতাকা এবং জার্সির রঙের জন্য আর্জেন্টিনা লা আলবিসেলেস্তে নামে পরিচিত। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল তাদের সমৃদ্ধ নৌ ইতিহাসের জন্য নেভিগেটর হিসেবে পরিচিত। আর ইংল্যান্ড পরিচিত 'থ্রি-লায়ন' নামে । এ দল গুলো আর তাদের ডাকনাম পরিচিত সারা বিশ্বেই। তবে বাকি যে দলগুলো সাধারণত ফুটবল বিশ্বকাপে অংশ নিয়ে থাকে তাদের নিয়ে জানেন না অনেকেই। আজ থাকছে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের ডাকনামের কাহিনি:


অস্ট্রেলিয়া – সকারুজ 


বিজ্ঞাপন


'সকারুজ' শব্দটির এনেছেন সিডনি-ভিত্তিক সাংবাদিক টনি হর্স্টেড। টনি মূলত অস্ট্রেলিয়ার আইকনিক ক্যাঙ্গারুদের হাইলাইট করতে চেয়েছিলেন। সকার এবং ক্যাঙ্গারু শব্দগুলিকে সকার-রু হিসাবে একটি আলাদা শব্দে ব্যবহার করা হয়েছে এখানে। 

ইরান - টিম মেল্লি

ফার্সি ভাষায় টিম মেল্লি এর অর্থ 'জাতীয় দল’। এছাড়া ইরান ফুটবল দলের আরও কয়েকটি ডাকনাম রয়েছে যেমন শিরান ই ইরান যার অর্থ 'ইরানি সিংহ’, শিরদেলান যার অর্থ 'সিংহের হৃদয়’ ও 'পারস্যের রাজপুত্র’ ইত্যাদি।  

জাপান - সামুরাই ব্লু

জাপানি দলটিকে তাদের ঐতিহাসিক সামুরাই পটভূমি সামুরাই ব্লুতে সারা বিশ্বে পরিচিতি দিয়েছে।

কাতার – দ্য মেরুন 

দলের জার্সির রঙের সঙ্গে মিল রেখে কাতারের ডাকনাম দ্য মেরুন। 

সৌদি আরব - আল আখদার

সৌদি আরবের কয়েকটি ডাকনাম রয়েছে। সবচেয়ে জনপ্রিয় হল আল-আখদার, যার অর্থ 'দ্য গ্রিনস’। দলটি সুকুর আল-আখদার নামেও পরিচিত যার অর্থ দাঁড়ায় 'দ্য গ্রিন ফ্যালকনস’। তৃতীয় ডাকনাম- আস-সুকুর আল-আরাবিয়্যাহ বা অ্যারাবিয়ান ফ্যালকনস। 

দক্ষিণ কোরিয়া - তাইগেউক ওয়ারিয়র্স

ভক্তরা প্রায়ই দক্ষিণ কোরিয়া দলটিকে দ্য রেডস নামে ডাকে, যা দলটির প্রধান জার্সির রঙ। তবে তারা 'তাইগেউক ওয়ারিয়র্স’ এবং এশিয়ার সিংহ নামেও পরিচিত। তাইগেউক দক্ষিণ কোরিয়ার পতাকা থেকে পাওয়া প্রতীক।  

ক্যামেরুন- লেস লায়ন্স ইনডমপ্টেবলস

ক্যামেরুনিয়ান দলটিকে বলা হয় লেস লায়ন্স ইনডমটেবলস যার অর্থ অদম্য সিংহ।

ঘানা - ব্ল্যাক স্টারস 

ঘানা ফুটবল দল পরিচিত ব্ল্যাক স্টারস নামে। ঘানার পতাকার কেন্দ্রে কালো তারার কারণে তাদের এ নামে ডাকা হয়।

মরক্কো - দ্য অ্যাটলাস লায়ন্স

ছয়বার বিশ্বকাপে অংশগ্রহণকারী মরক্কোকে তাদের জাতীয় পশু বারবারি সিংহের নামানুসারে দ্য অ্যাটলাস লায়ন নামে ডাকা হয়। উল্লেখ্য, বারবারি সিংহকেও অ্যাটলাস সিংহ বলা হত। প্রাণীটি এখন বিলুপ্ত হলেও এক সময় মরক্কোতে পাওয়া যেত। 

ব্রাজিল- সেলেসাও 

পর্তুগিজ ভাষায় সেলেসাও অর্থ নির্বাচিত খেলোয়াড়। ব্রাজিলিয়ানরা প্রতিটি ফুটবল দলকে ডাকে 'সেলেসাও' নামে। তবে জাতীয় দলটি স্বতন্ত্র এবং 'দ্য সেলেসাও' নামে পরিচিত।

সেনেগাল - তেরঙ্গার সিংহ

তেরানাগা শব্দ দ্বারা সেনেগালিজ সংস্কৃতিতে উৎকৃষ্ট আতিথেয়তা বোঝায়। এ কারণে সাদিও মানের দলটি তেরঙ্গা লায়ন্স নামে পরিচিত।

তিউনিসিয়া - কার্থেজের ঈগল

কার্থেজ তিউনিসিয়ার একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী এবং এটি একটি প্রাচীন সভ্যতারও অংশ ছিল। আর তিউনিসিয়ান ফুটবল ফেডারেশনের লোগোতে ঈগলের ছবি দেখতে পাওয়া যায়। সে কারণে দলটি 'কার্থেজের ঈগল' নামে পরিচিত।

কানাডা - দ্য রেডস

কানাডিয়ান ফুটবল দলের ডাকনাম দ্য রেডস, যা তাদের হোম কিটের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া দলটি তাদের দেশের পতাকায় থাকা ম্যাপেল পাতার দল নামেও পরিচিত। উল্লেখ্য, কানাডার পতাকার মধ্যে একটি ম্যাপেল পাতার চিত্র রয়েছে। 

কোস্টারিকা - লস টিকোস

কোস্টারিকানদের প্রায়ই টিকোস নামে ডাকা হয়। দলটি দ্য সিলেকশন (লা সেলে) এবং দ্য ট্রাইকলার (লা ট্রাইকলার) নামেও পরিচিত।

মেক্সিকো - এল ট্রাই

মেক্সিকান দলটি এল ট্রাই নামে পরিচিত। এর অর্থ ত্রিবর্ণ। এটি তাদের জাতীয় পতাকার তিনটি রঙের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 

আর্জেন্টিনা - লা আলবিসেলেস্তে

আর্জেন্টিনার জার্সির ডোরা কাটা দাগ এবং পতাকার রং আকাশি নীল এবং সাদা। তাই তারা লা আলবিসেলেস্তে নামে পরিচিত।

ইকুয়েডর - লা ট্রাই

ইকুয়েডরকে তাদের জাতীয় পতাকা অনুযায়ী লা ট্রাই এবং লা ট্রাইকালার নামে ডাকা হয়। দেশটির পতাকায় রয়েছে তিনটি রং।

উরুগুয়ে - লা সেলেস্তে

উরুগুয়ের ডাকনাম লা সেলেস্তে যার অর্থ স্কাই ব্লু, এটি তাদের জার্সির রংকে স্মরণ করে।  

বেলজিয়াম - ডাই রোটেন টিউফেল

বেলজিয়ান স্কোয়াড ডাই রোটেন টিউফেল নামে পরিচিত, যার অর্থ দ্য রেড ডেভিলস। নামটি ১৯০৬ সালে তাদের জার্সির রঙ দ্বারা অনুপ্রাণিত সাবেক ম্যানেজার পিয়েরে ওয়ালকিয়ার রেখেছিলেন।

ক্রোয়েশিয়া - ককাস্তি

লুকা মডরিচ এ্যান্ড কোং কোকাস্তি ডাকনামে পরিচিত। দেশটি জাতীয় পতাকার প্যাটার্নের কারণেই এমন ডাকনামে পরিচিত। 

ডেনমার্ক- ডি রোড-হেভিড 

ড্যানিশ ভাষায় ডি রোড-হেভিড মানে হলো দ্য রেড অ্যান্ড হোয়াইটস। এ ডাকনামটি তাদের মূল কিটের (জার্সি) রং থেকে এসেছে। 

ইংল্যান্ড- থ্রি লায়নস

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোতে তিনটি সিংহের প্রতীক রয়েছে, যে কারণে ইংলিশ দলটি থ্রি লায়নস নামে পরিচিত।

ফ্রান্স - লেস ব্লুজ

ফরাসি দলটি তাদের জার্সির নীল রঙের কারণে লেস ব্লুস নামে পরিচিত। 

জার্মানি - ন্যাশনালেফ

জার্মান জাতীয় ফুটবল দলকে বলা হয় ন্যাশনালেফ, যার অর্থ জাতীয় একাদশ। তারা ডিএফবি ইলেভেন নামেও পরিচিত। এছাড়া চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাই ম্যানশ্যাফ্‌ট নামেও ডাকা হয়।

নেদারল্যান্ডস – অরঞ্জে 

নেদারল্যান্ডস দলটি তাদের কিটের রঙ এবং দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কেএনভিবি এর লোগোর সঙ্গে মিল রেখে অরঞ্জে নামে পরিচিত।

পোল্যান্ড - বিয়ালো-জারওনি

পোল্যান্ড জাতীয় দলের ডাকনামটি কিছুটা টুইস্টার কারণ এটি পোলিশ ভাষায় বিয়ালো-জারওনি নামে পরিচিত। ইংরেজিতে এর অর্থ সাদা এবং লাল। 

পর্তুগাল - ওস নেভেগাডোরস

পর্তুগালের বিখ্যাত নাবিকদের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তারা নতুন দেশের সন্ধানে সাগর পাড়ি দিয়েছিলেন। তাই জাতীয় দলটি ওস নেভেগাডোরস নামে পরিচিত, যার অর্থ নেভিগেটরস।

সার্বিয়া - ওরলোভি

সার্বিয়ান দলটি অরলোভি নামে পরিচিত যার অর্থ হল দ্য ঈগলস। সার্বিয়ার জাতীয় প্রতীক হিসেবে পরিচিত সাদা দুই মাথার ঈগল। 

স্পেন - লা রোজা

স্প্যানিশ জাতীয় দল লা রোজা নামে পরিচিত যার অর্থ দ্য রেড ওয়ান। তারা লা ফুরিয়া রোজা নামেও পরিচিত যার অর্থ লাল ফিউরি বা ক্রোধ।  

সুইজারল্যান্ড – রসসোক্রসিয়াতি 

সুইস ফুটবল দল রসসোক্রসিয়াতি নামে পরিচিত যার অর্থ রেড ক্রস। তারা নাতি নামেও পরিচিত, যার অর্থ সুইসের জাতীয় দল।  

ওয়েলস - ড্রাগনস

ওয়েলসের জাতীয় পতাকায় ড্রাগনের ছবির উপস্থিতির কারণে ড্রাগনস ডাকনামে পরিচিতি পেয়েছে।

আমেরিকা - স্টার স্ট্রাইপস

মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকনাম স্টারস অ্যান্ড স্ট্রাইপস। এটি  তাদের জাতীয় পতাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের ডোরাকাটা লোগোর অনুকরণে এসেছে। দলটি দ্য ইয়াঙ্কস নামেও পরিচিত। 

এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর