মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

মেসিকে যে পরামর্শ দিলেন বাতিস্তুতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

মেসিকে যে পরামর্শ দিলেন বাতিস্তুতা

বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। শেষ ষোলোর লড়াইয়ে যেতে হলে মেসিদের জন্য সামনের দুটি ম্যাচে জয়ের বিকল্প নেই। বিশ্বকাপে টিকে থাকার ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে দলের প্রাণভোমরা মেসির উদ্দেশ্যে নানা পরামর্শ দিলেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

বিশ্ব ফুটবলে ‘বাতিগোল’ নামে পরিচিত বাতিস্তুতা ভবিষ্যৎ নিয়ে অহেতুক বেশি না ভেবে দলকে এগিয়ে নিতে মেসিকে গুরুদায়িত্ব পালনের আহ্বান জানান।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাঁচা-মরার লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা

সাবেক এই আর্জেন্টাইন তারকা বলেন, ‘নিজেকে নিয়ে ভেব না লিয়ো। খোলস ছেড়ে বেরিয়ে না এলে এই সংকট থেকে বেরিয়ে আসা যাবে না। একমাত্র তোমার (মেসি) অনবদ্য ফুটবল-জাদুই পারে দলকে চাঙ্গা করতে।’

শুক্রবার আর্জেন্টিনার ফুটবল জাদুকর দিয়াগো ম্যারাডোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাতিস্তুতা এসব কথা বলেন।

বাতিস্তুতা বলেন, ‘বাকি দুই ম্যাচে জয় নিশ্চিত করে রাখলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে আর্জেন্টিনার।’


বিজ্ঞাপন


argবিশ্বকাপ মিশন শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে পায়ে চোট পাওয়া মেসিকে নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল সেই প্রসঙ্গেও উষ্মাপ্রকাশ করেছেন বাতিস্তুতা।

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অঘটনের হারের পরে পাল্টে যায় আবহ। এরপর প্রশ্ন উঠে মেসির সুস্থতা নিয়ে। উষ্মাপ্রকাশ করেছেন বাতিস্তুতা বলেন, ‘ব্যাপারটা যদি এমন হত যে, মৌসুম শেষ হওয়ার পরে বিশ্বকাপ হচ্ছে, সে ক্ষেত্রে ফুটবলারদের চোটের যুক্তি মেনে নেওয়া যেত। কিন্তু এখন তো সকলেই ক্লাব ফুটবলে ম্যাচের মধ্যে রয়েছে। মেসিও ব্যতিক্রমী নয়। তা হলে এমন চোট হবে কেন? মেসি নিজেও তো জানে এই বিশ্বকাপে ওকে কী দায়িত্ব পালন করতে হবে।’

আরও পড়ুন: যে সমীকরণে পরের রাউন্ডে যেতে পারে আর্জেন্টিনা

সাবেক এই আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘আমি মনে করি ব্যক্তিগত ভাবনাকে দূরে সরিয়ে এখন শুধুমাত্র দেশের কথা ভাবতে হবে। নিজেকে গোল করতে হবে। সতীর্থদের দিয়ে গোল করাতে হবে। না হলে আরও এক স্বপ্নভঙ্গের অধ্যায় যুক্ত হবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে।’

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর