আর মাত্র দশ দিন। এরপরই পর্দা উঠছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে কোটি কোটি ফুটবলপ্রেমীর। ফুটবলের বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। সে ধারাবাহিকতায় বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ফেভারিট ইংল্যান্ড ও বেলজিয়াম। বৃহস্পতিবার গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের এবং রবার্তো মার্টিনেজ বেলজিয়ামের ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন। ঘোষিত দলে বড় কোনো চমক নেই। প্রত্যাশিতভাবেই বিশ্বকাপ যাত্রায় সঙ্গী হচ্ছেন তারকা ফুটবলাররা। দুই দলই অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব দিয়েছেন দল নির্বাচনে।
ইংল্যান্ডের ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত দলে ঠাঁই পেয়েছেন লেস্টার সিটি মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রত্যাশিতভাবে দলে জায়গা করে নিয়েছেন নিউক্যাসল স্ট্রাইকার কালাম উইলসন, ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার কাইল ওয়াকার এবং আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইট।
বিজ্ঞাপন
ইংলিশদের স্বপ্নযাত্রার বিমানে ঠাঁই হয়নি এসি মিলান ডিফেন্ডার ফিকায়ো টমোরি, ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টনি এবং ওয়েস্টহাম ইউনাইটেড ফরওয়ার্ড জ্যারন বাউয়েনের। কাঁধের ইনজুরিতে দুই মাস ভোগার পর জাতীয় দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ক্যাভভিন ফিলিপস। ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরোর ওপরও আস্থা রেখেছেন সাউথগেট।
অপরদিকে বেলজিয়াম দেশটির ‘সোনালী প্রজন্ম’খ্যাত দলে অবধারিতভাবে আছেন থিবো কোর্ত্তয়া, এডেন হ্যাজার্ড ও রোমেলো লুকাকুরা।
বিশ্বকাপ মিস করছেন জ্যাসন ডিনেয়ার, ডেডরিক বোয়েটা। কাতারে খেলা হচ্ছে না এসি মিলান তারকা ডিভোক অরিগি। নতুন কিছু খেলোয়াড়ের উপর আস্থা রেখেছেন বেলজিয়াম কোচ। আসরে মার্টিনেজের ডেপুটি থাকবেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি।
ইংল্যান্ড বিশ্বকাপ দল:
বিজ্ঞাপন
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, অ্যারন রামসডেল।
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুইরে, লুক শ, এরিক দিয়ের, জন স্টোনস, কাইল ওয়াকার, কাইরেন ট্রিপিয়ের, কনর কোয়াডলি, বেন হোয়াইট, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড।
মিডফিল্ডার: জুডে বেলিংহাম, ম্যাসন মাউন্ট, কনর গালাঘার, ডেকলান রিস, জর্ডান হ্যান্ডারসন, ক্যালভিন ফিলিপস, জ্যাক গ্রেয়ালিশ।
ফরওয়ার্ড: জেমস ম্যাডিসন, ফিল ফোর্ডেন, হ্যারি কেন, বুকায়ো সাকা, রহিম স্টার্লিং, কালাম উইলসন, মার্কাস রাশফোর্ড।
বেলজিয়াম বিশ্বকাপ দল:
গোলরক্ষক: থিবাউট কোর্তোয়া, সাইমন মিগনোলেট, কোয়েন ক্যাস্টিলস।
ডিফেন্ডার: ইয়ান ভার্টোনহেন, টবি অ্যাল্ডারওয়াইরল্ড, লিয়েন্ডার ডেনডনকার, জেনো ডেবাস্ট, আর্থার থিয়েট, ওউট ফেস, টিমোথি কাস্টানিয়ে, থমাস মুনিয়ের।
মিডফিল্ডার: হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল ভিটসেল, ইউরি টিলেমানস, আমাডু ওনানা, কেভিন ডি ব্রুইনে, ইয়ানিক কারাসকো, থোরগান হ্যাজার্ড।
ফরওয়ার্ড: রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই, লোইস ওপেন্ডা, চার্লস ডি কেটেলিয়ার, ইডেন হ্যাজার্ড, জেরেমি ডকু, ড্রিস মার্টেন্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।