কাতার বিশ্বকাপ দেখতে ৩০ হাজার ইসরায়েলি দেশটি ভ্রমণ করতে যাচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে এসব তথ্য উঠে এসেছে। কাতারের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে এসব ইসরায়েলি নাগরিক এ দেশটিতে যাচ্ছে।
টুয়েন্টি ফোর নিউজ নামে একটি গণমাধ্যম জানিয়েছে, ‘২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে ফুটবল ম্যাচ দেখতে প্রায় ৩০ হাজার ইসরায়েলি কাতারে ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।’
বিজ্ঞাপন
ইসরায়েলি নিউজ ওয়েবসাইটটি জানিয়েছে, ‘ইসরায়েল ও কাতারের মধ্যে কোনো কূটনীতিক সম্পর্ক নেই। যদিও ইসরায়েল এবারের বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তবে দেশটি জুন মাসে জানিয়েছে যে তারা কাতারের সঙ্গে একটি চুক্তি করেছে যাতে করে অন্যান্য বিদেশিদের মতো তাদের নাগরিকদের প্রবেশের ভিসা পাওয়ার অনুমতি দেওয়া হয়।’
এভাবে ইসরায়েলি নাগরিকরা তাদের বিশ্বকাপের টিকিট উপস্থাপনের পর কাতারে যেতে পারবে।
টুয়েন্টি ফোর নিউজ আরও জানিয়েছে, ‘ইসরায়েলিরা ইতোমধ্যেই ম্যাচগুলো দেখার জন্য ২০ হাজার টিকিট কিনেছে। দু’সপ্তাহের মধ্যে প্রতিযোগিতা শুরু হলে শেষ মুহূর্তে আরও ১০ হাজার টিকেট বিক্রি হবে বলে আশা করা হচ্ছে৷
গত রোববার সাইপ্রাসের তুস এয়ারওয়েজ বলেছিল যে তারা বিশ্বকাপ চলাকালীন ইসরায়েল এবং কাতারের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য দোহা থেকে অনুমতি পেয়েছে।
বিজ্ঞাপন
সূত্র : মিডল ইস্ট মনিটর
এমইউ