শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্স ডিফেন্ডার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১০:১৭ এএম

শেয়ার করুন:

 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্স ডিফেন্ডার 

গতকাল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেলেও শেষ দিকে খেই হারায় অস্ট্রেলিয়া। সেই সুযোগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতো বিশ্বকাপ অভিযান শুরু করলো ফরাসিরা। গ্রুপ 'ডি'তে কিলিয়ান এমবাপ্পেদের প্রথম ম্যাচে সকারুসদের ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে তারা। তবে এরপরই দুঃসংবাদ পেলো কোচ দিদিয়ে দেশঁ। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। 

ফ্রান্স কোচ বলেন, হার্নান্দেজের আরও টেস্ট করা লাগবে। তার ইনজুরি গুরুতর মনে হচ্ছে। যেটা দলের জন্য বড় ধাক্কা।  


বিজ্ঞাপন


আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন ক্রেগ গুডউইন। এরপরই আক্রমণাত্মক খেলা শুরু করে ফ্রান্স। তবে খেলার ১৩ মিনিটে হাঁটুর ইনজুরিতে পড়েন হার্নান্দেজ। এতে মাঠ ছেড়ে বের হয়ে যান বায়ার্ন মিউনিখের তারকা।

তবে ডিফেন্ডারকে হারিয়েও দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। নিয়মিত বিরতিতে অলিভিয়ের জিরুদ ২টি, এমবাপ্পে ও র‌্যাবিওট ১টি করে গোল করেন। তাতে কাতার বিশ্বকাপে শুভসূচনা করেন গতবারের চ্যাম্পিয়নরা।

অপরদিকে জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, হার্নান্দেজের মেডিকেল টেস্ট করা হয়। সেই রিপোর্ট হাতে পেয়েছে ফ্রান্স। তাতে দেখা গেছে, তার লিগামেন্ট ছিড়ে গেছে। যার ফলে ২০২২ আসরের বাকি অংশে আর খেলা সম্ভব নয় ফরাসি ডিফেন্ডারের। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) বিষয়টি নিশ্চিত করেছে। 

এছাড়াও বিশ্বকাপের আগে ইনজুরির কারণে ছিটকে গেছে ফ্রান্স সুপারস্টার করিম বেনজেমা,  ক্রিস্টোফার এনকুনকো, প্রিসনেল কিমপিম্বে, পল পগবা, এন’গোলো কন্তে। এতে বড়সড় চিন্তার মুখে ফরাসি শিবিরে। 


বিজ্ঞাপন


এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর