বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইনজুরিতে থাকা সনকে নিয়েই দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

ইনজুরিতে থাকা সনকে নিয়েই দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল 

কিছুদিন পরই পর্দা উঠতে যাচ্ছে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্য গ্রেটেস্ট সো অন আর্থ' এর। তার আগে একে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। তবে বিশ্বকাপের আগে ইনজুরিতে ইউরোপের বড় ক্লাবের তারকা ফুটবলাররা। স্কোয়াড ঘোষণার ধারাবাহিকতায় আজ চোটে থাকা হিউং মিন সনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। 

ইংলিশ ক্লাব টটেনহামে খেলা হিউং মিন সন এ মাসের শুরুতে চ্যাম্পিয়নস লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে বাঁ চোখে আঘাত পেয়েছিলেন। যার কারণে তাকে অস্ত্রোপচার করাতে হয়। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়েও ছিল শঙ্কা। তবে সব কিছুর অবসান ঘটিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তো।


বিজ্ঞাপন


চোটে থাকা এই ফুটবলারকে নিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে এশিয়ার দলটি। ‘এইচ’ গ্রুপে থাকা দক্ষিণ কোরিয়া উরুগুয়ের বিপক্ষে ২৪ নভেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে। পরের দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ ঘানা ও পর্তুগাল। 

দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ দল:

গোলকিপার: কিম সিয়ং–গু, জো হিয়ন–উ, সং বাম–কিউন।

ডিফেন্ডার: কিম মিন–ইয়ায়ে, কিম ইয়ং–গোন, কোন কুয়াং–ওন, চো ইউ–মিন, কিম মুন–হন, ইয়ুন জং–গু, কিম তাই–হন, কিম জিন–সু, হং চুল।

মিডফিল্ডার: জাং উ–ইয়ং, সন জুন–হো, পাইক সিয়ুং–হো, হং ইন–বিওম, লি জায়ে–সাং, কোন চাং–হুন, ইয়ং উ–ইয়ং, লি কাং–ইন, সন হিউং–মিন, হাং হি–চান, না সাং হো, সং মিন কু।

ফরোয়ার্ড: হাং উই জো, চো গু সাং।

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর