বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

মেসি-রোনালদো বড় খেলোয়াড়: মাশরাফি  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

মেসি-রোনালদো বড় খেলোয়াড়: মাশরাফি  

কাতার বিশ্বকাপের চলতি আসরে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিশ্বের সেরা দলগুলোকে নিয়ে চলছে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াই। এশিয়ায় দ্বিতীয়বারের মতো মরুর দেশ কাতারে চলছে গ্রেটেস্ট শো অন আর্থ। ফুটবল মহারণের এ আসরে একমাসের লড়াই শেষে চ্যাম্পিয়ন পাবে ফুটবল ভক্তরা। তাই বিশ্বের কোটি ভক্ত-সমর্থকের চোখ এখন কাতার বিশ্বকাপে। এই বিশ্বকাপ উন্মাদনা থেকেও বাদ যাচ্ছে না বাংলাদেশের ক্রীড়াঅঙ্গনের সব তারকারাও। গতকাল বিপিএলের নবম আসরের প্লেয়ার ড্রাফটে হাজির হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেখানে ড্রাফট শেষে বিপিএলে নিজের দল নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপে প্রথম ম্যাচে হার নিয়েও করেছেন মন্তব্য।  

বরাবরই আর্জেন্টিনা এবং লিওনেল মেসির কট্টর ফ্যান তিনি। চলতি কাতার বিশ্বকাপ নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে মাশরাফি জানান, মেসি বিশ্বকাপ জিতলেও আমাদের কিছু না, হারলেও কিছু না।


বিজ্ঞাপন


গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেসি বিশ্বকাপ জিতলেও আমাদের কিছু হবে না, হারলেও কিছু হবে না। সমর্থন করি, এটিই মূল বিষয়। মেসি অনেক বড় খেলোয়াড়। মেসি বা রোনালদো, এরা সবাই বড় খেলোয়াড়।’

টাইগার সাবেক অধিনায়ক আরও বলেন, মেসি, রোনালদো অনেক বড় প্লেয়ার, শুধু বিশ্বকাপ দিয়ে বিচার করলে হবে না। তবে তাদের কাছে বিশ্বকাপ গেলে সেটা অন্য বিষয়। সারা বিশ্বে তাদের অনেক সমর্থক রয়েছে।  

অপরদিকে আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে সৌদি আরবের কাছে। এমন হারে মাশরাফির জানতে মন্তব্য জানান, 'মন খারাপ বলতে, মানুষ যে দল সমর্থন করে সেই দল হারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে। তবে সত্যি বলতে আর্জেন্টিনাকে নিয়ে কখনও কোন আশা ছিল না। ওইভাবে ভাবার কোন সুযোগও নেই। যতদিন ধরে খেলা দেখছি, যতটুকু দেখে আসছি তাতে বিশ্বকাপ নেওয়ার মতো আশা কখনও দেখি না।' 

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর