শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

যে সমীকরণে পরের রাউন্ডে যেতে পারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

যে সমীকরণে পরের রাউন্ডে যেতে পারে আর্জেন্টিনা

কাতারে বিশ্বকাপ যাত্রার শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচেই বড় অঘটনের শিকার স্ক্যালোনির দল। এশিয়ার পরাশক্তি সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় দলটি। এই হারে শঙ্কা জাগে আলবেসেলিস্তাদের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনাও।

কাতারের লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার (২২ নভেম্বর) গ্রুপ ‘সি’ এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও সৌদি আরব। ম্যাচের শুরুতেই মেসির গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এশিয়ার দলটি। দ্রুত দুই গোল করে জয়ের রাস্তা তৈরি করে হার্ব রেনার্ড শিষ্যরা। এরপর ম্যাচের বাকিসময় বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ম্যাচে ফিরতে পারেনি লিওনেল মেসির দল। এতেই হার দিয়ে আসর শুরু হয় স্ক্যালোনির দলের বিশ্বকাপ মিশন।


বিজ্ঞাপন


আরও পড়ুন- সুইসদের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নেইমারের

রবিবার (২৭ নভেম্বর) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ ষোলোর টিকিট হাতে পেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আলবেসেলিস্তাদের। তবে বাকি দুই ম্যাচের ফলাফল যদি ড্র অথবা পরাজয়ের দিকে এগোয়, তবে কঠিন সমীকরণের মুখে পড়তে হবে লিওনেল স্ক্যালোনির দলকে। জেনে নেওয়া যাক, বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে কোন সমীকরণের বাঁধা পেরোতে হবে মেসি-দিবালাদের।

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার মিশনে মেসিদের সামনে সবচেয়ে সহজ পথ হল, পরের দুই ম্যাচেই জয় নিয়ে আসা। রবিবার মেক্সিকো এবং বৃহস্পতিবার পোল্যান্ডকে হারাতে পারলে আর্জেন্টিনার পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা অনেকটাই সহজ হয়ে যাবে। এই দুই ম্যাচ জিতলে আলবেসেলিস্তাদের পয়েন্ট হবে ছয়। তাই গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও, গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে পরের রাউন্ডের টিকিট পাবে দলটি।


বিজ্ঞাপন


আরও পড়ুন- শেষ মুহূর্তের চমকে ঐতিহাসিক জয় ইরানের

মেক্সিকোর বিপক্ষে রবিবারের ম্যাচে যদি আর্জেন্টিনা ড্র করে, তবে পোল্যান্ডের বিপক্ষের ম্যাচে অবশ্যই জয় পেতে হবে মেসিদের। তাহলে আর্জেন্টিনার পয়েন্ট হবে চার। তবে দলটিকে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। অবশ্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও চার পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের টিকিট পেয়েছিল আর্জেন্টিনা।

তাছাড়াও আর্জেন্টাইনদের শেষ ষোলোতে ওঠার পেছনে বড় বাঁধা হতে পারে সৌদি আরব। এশিয়ার দলটি যদি পরের দুইটি ম্যাচের একটিতেও জয়ের স্বাদ পায়, তবে আর্জেন্টিনার জন্য টিকে থাকা কঠিন হয়ে যাবে। কারণ, একটি ম্যাচ জিতলেই সৌদি আরবের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে আলবেসেলিস্তাদের বাকি দুই ম্যাচেই জিততে হবে। তবেই সৌদি আরবের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে যেতে পারবে মেসি-ডি মারিয়ারা।

তবে সব সমীকরণ বদলে যাবে, যদি মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচে মেসিরা হেরে যায়। সে ক্ষেত্রে পোল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে, এরসঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকেও। যদি গ্রুপের দুইটি বা তিনটি দলের সমান পয়েন্ট হয়, তা হলে গোলপার্থক্য দেখা হবে। তাই পোল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জেতার বিকল্প থাকবে না স্ক্যালোনির দলের।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর