১৯৭৯ সাল থেকে কূটনৈতিক সম্পর্ক নেই ইরান ও যুক্তরাষ্ট্রের। এর মাঝেই কাতার বিশ্বকাপের সূচি প্রকাশের দিন থেকেই এই দুই দেশের ম্যাচ নিয়ে শুরু হয় আলোচনার। তবে সব ছাপিয়ে মাঠে গড়িয়েছে এই দুই দলের লড়াই। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচটির প্রথমার্ধে ক্রিশ্চিয়ান পুলিশিচের গোলে লিড নিয়ে বিরতিতে গেছে যুক্তরাষ্ট্র।
কাতারের আল থুমামা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের। ম্যাচটিতে যারাই জিতবে, তাদের সামনে সুযোগ থাকবে সুপার-১৬তে যাওয়ার। এমন সমীকরণের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধে দুই দলই বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে।
বিজ্ঞাপন
ম্যাচের একাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় যুক্তরাষ্ট্র। এরপর ২৮তম মিনিটে সবচেয়ে বড় সুযোগটি হারান ওয়েহ। গোলরক্ষককে ফাঁকা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এই ফরোয়ার্ড।
তবে ৩৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। ম্যাককেনির ক্রসে হেডে বল বক্সে বাড়ান সের্জিনো দেস্ত, এরপর দারুণ শটে বল জালে পাঠান চেলসির ফরোয়ার্ড পুলিশিচ।
এফএইচ































































































































































































































































































































































































































































