বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

জোড়া গোলে দলকে জেতালেন রোনালদো, এক হাজার ছুঁতে বাকি আর কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম

শেয়ার করুন:

loading/img

চল্লিশ পেরিয়েও টগবগে তরুণের মত ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল হোক বা ক্লাব- দলকে জেতাতে এখনো গোলমেশিন তিনিই। এর প্রতিফলন দেখা গেছে গতকাল আল হিলালের বিপক্ষে আল নাসেরের ম্যাচেও। ক্যাপিটাল ডার্বিতে আল হিলালকে ৩-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন সিআরসেভেন, তাতে ৩-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের তিনে ওঠে এসেছে আল নাসের।

২০২১ সালের ডিসেম্বরের পর থেকে আল হিলালের বিপক্ষে জয়ের দেখা পায়নি আল নাসের। ক্লাবটির বিপক্ষে জয়বঞ্চিত ছিলেন রোনালদো নিজেও। তবে গতকাল জোড়া গোল করে দল এবং নিজের এই জয়খরা কাটিয়েছেন পর্তুগীজ মহাতারকা।


বিজ্ঞাপন


কিংডম অ্যারেনায় আল হিলালের বিপক্ষে এ ম্যাচে প্রথমার্ধ খুব একটা জমাতে পারেনি আল নাসের। তবে রোমালদোর দল বিরতিতে যায় এক গোলের লিড নিয়েই। প্রথমার্ধের যোগ করা সময়ে অলি আল হাসান দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন।

cristiano-ronaldo-1743798803593-1200x675

তবে বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদো ম্যাজিক। ৪৭ মিনিটে সাদিও মানের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন রোনালদো। পর্তুগীজ মহাতারকা পরে ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন। তার জোড়া গোলেই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসের।

গতকালের জোড়া গোলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১২৭২ ম্যাচে রোনালদোর মোট গোল এখন ৯৩১। প্রথম ফুটবলার হিসেবে সহস্র গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে থাকা পর্তুগীজ মহাতারকার এখনও করতে হবে আরও ৬৯ গোল। বুটজোড়া তুলে রাখার আগেই প্রিয় তারকা এ মাইলফলক ছুবেন এমনটাই চাওয়া রোনালদো ভক্তদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর