বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট নিশ্চিতের ম্যাচে কাতারের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। স্বাগতিক কাতারের নিয়মরক্ষার এই ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে ডাচরা।
কাতারের আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে নামে এই দুই দল। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের একটিতে জয় ও একটি ড্র ডাচদের। চার পয়েন্ট নিয়ে দলটি আছে গ্রুপ এ’র শীর্ষে। কাতারের বিপক্ষে এই ম্যাচ ড্র করলেই নকআউট নিশ্চিত হবে দলটির।
বিজ্ঞাপন
ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় নেদারল্যান্ডস। তবে ডিপাইয়ের শট কাতারের রক্ষণের বাঁধায় ফিরে আসে। এরপর ১৪তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বার্সা ফরোয়ার্ড মেমফিসের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
তবে ২৬তম মিনিটে দলকে লিড এনে দেন হাকপো। ডেভি ক্লাসেনের সঙ্গে দারুণ বল দেওয়া-নেওয়ায় ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।
এই গোলেই চতুর্থ ডাচ ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন হাকপো। এর আগে ইয়োহান নিশকেন্স (১৯৭৪), ডেনিস বার্গকাম্প (১৯৯৪) ও ভেসলি স্নেইডার (২০১০) এই রেকর্ডের মালিক ছিলেন।
এফএইচ































































































































































































































































































































































































































































