রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘মাঠের বাইরে আমাদের হারানোর ষড়যন্ত্র চলছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বার্সেলোনার জন্য গতকালের দিনটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। কোপা দেল রে সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। এ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে ফাইনালেও পৌঁছে দিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। তবে সেমির লড়াইয়ের আগে বড় এক ধাক্কা খায় কাতালানরা। ম্যাচের আগে এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানায়, দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিবন্ধন করাতে প্রতারণা করেছে বার্সেলোনা।

তবে লা লিগার এসব অভিযোগ একেবারেই নাকচ করে দুয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। এসবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সেই সাথে এসব বিষয়ে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন তিনি।


বিজ্ঞাপন


দানি ওলমো ও পাউ ভিক্তরের নিবন্ধণ শুরু থেকেই জটিলতার ভেতর দিয়ে যেতে হয়েছে কাতালান ক্লাবটিকে। গত জানুয়ারিতে স্প্যানিশ জায়ান্টরা জানায়, ন্যু ক্যাম্পে নতুন করে বানানো ভিআইপি বক্স বিক্রি করেই এ দুই ফুটবলারকে নিবন্ধন করিয়েছে ক্লাবটি। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে লা লিগা।

লা লিগা বিবৃতিতে বলেছে, ‘ওই খেলোয়াড়দের নিবন্ধনের আগে বার্সা যে আর্থিক লেনদেনের (বক্স বিক্রি করে) কথা বলেছিল, সেই হিসাব তাদের লাভ-ক্ষতির চূড়ান্ত হিসাবে নেই।’ বার্সার আর্থিক সক্ষমতা নেই জানিয়ে বিবৃতিতে লা লিগা বলেছে, ‘২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত তো নয়ই, এর পরে কিংবা এখনো বার্সেলোনার দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিবন্ধন করানোর মতো আর্থিক সক্ষমতা নেই।’

তবে এসব অভিযোগ নাকচ করে দিয়ে বরং ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছেন বার্সা সভাপতি লাপোর্তা। চলতি মৌসুমে মাঠের খেলায় বার্সাকে হারানো যাচ্ছে না বলেই মাঠের বাইরে হারানোর পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

কোপা দেল রের সেমিফাইনালের আগে বিবৃতিতে লাপোর্তা বলেন, ‘আমার মনে হচ্ছে, এটা কাকতালীয় কোনো ঘটনা নয়। আজকে আমাদের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বেশ বড় এক ম্যাচ। আমাদের দলের মনোবল এলোমেলো করার আরেকটি চেষ্টা এটি। মাঝেমধ্যে আমার মনে হয়, যারা আমাদের মাঠে হারাতে পারে না, তারা মাঠের বাইরে আমাদের হারানোর চেষ্টা করছে। বার্সার সভাপতি হিসেবে আমি এমন কিছু হতে দেব না। আমি ক্লাবের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাব।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন