বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

বিশ্বকাপ ব্যর্থতার পর বান্ধবীদের পার্টিতে নেইমার (ছবি ভাইরাল)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ ব্যর্থতার পর বান্ধবীদের পার্টিতে নেইমার (ছবি ভাইরাল)

শেষ আটের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বেশ আড়ালেই ছিলেন সেলেসাও তারকা নেইমার জুনিয়র। দলের সতীর্থরা কাতারে অবস্থান করলেও, শনিবারই আয়োজক দেশটি ত্যাগ করেন নেইমার।

দেশে ফেরার পরই নেইমার ছুটে যান তার বোনের বাড়িতে। সেখানে টানা দুই রাত আয়োজন করেন পার্টিরও। ব্যাপারটি গোপন রাখার কথা থাকলেও, নেইমারের পার্টিতে আসা অতিথিরা বাড়ি ছেড়ে যাওয়ার সময় কিছু ছবি ও ভিডিও করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই এই পার্টির গোমড় ছড়িয়ে পড়ে যোগাযোগ মাধ্যমগুলোতে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ফ্রান্সের বিপক্ষে ইতিহাস তৈরির অপেক্ষায় ‘দি অ্যাটলাস লায়ন্স’

পার্টিতে মোবাইল ফোন ব্যবহারে ছিল নিষেধাজ্ঞা। এর সত্ত্বেও মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে নেইমারের বোনের বাড়ি থেকে পার্টি শেষ করে বেরিয়ে আসা এক অতিথি বলেন, ‘এটি খুব ভাল ছিল, কিন্তু সেল ফোন ছাড়াই’।


বিজ্ঞাপন


তাছাড়াও নেইমারের এই পার্টিতে ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেডিনা, জাতীয় দলের ফুটবলার অ্যান্টনি সান্তোস, গায়ক জোয়াও গোমেস, ফাঙ্ক গায়ক লিভিনহো। ছিলেন অভিনেত্রী মেল মায়ারের প্রেমিক এমসি ড্যানিয়েল।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর