বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

লেভানডফস্কির পেনাল্টি মিসে জয় বঞ্চিত পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১২:১২ এএম

শেয়ার করুন:

লেভানডফস্কির পেনাল্টি মিসে জয় বঞ্চিত পোল্যান্ড

বিশ্বকাপের তৃতীয় দিন যেন থামতেই চাচ্ছে না। একের পর এক বাড়তি চাপ ও উন্মাদনা দেখছে বিশ্ব। দিনের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সৌদি আরবের বিপক্ষে লজ্জার হার। তারপর ড্যানিশদের রুখে দেয় আফ্রিকার দেশ তিউনিসিয়া। এবার তৃতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি মিসে জয় বঞ্চিত রবার্ত লেভানডফস্কির পোল্যান্ড। গ্রুপ 'সি' এর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র'তে শেষ হয় দুই দলের লড়াই।  

দিনের শুরুতে নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র ষষ্ঠ বিশ্বকাপে খেলতে আসা সৌদি আরব দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রীতিমত মাটিতে নামিয়ে এনেছে। দ্বিতীয়ার্ধে সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে লুসাইল স্টেডিয়ামে ইতিহাস রচনার দৃশ্যপট তৈরি করে আরবরা। ২-১ গোলের ব্যবধানে জয় পেয়ে মাঠ ছাড়ে আরবরা। 


বিজ্ঞাপন


একই গ্রুপের দ্বিতীয় লড়াইয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে থাকা মেক্সিকো হারতে থাকা ম্যাচ যেন ড্র করেছে। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে লেভানডফস্কির পেনাল্টি মিসে প্রাণ ফিরে পায় কনকাকাফ খেলা দেশটি। 

শেষ পর্যন্ত দুই দলের কেউই আর গোলের দেখা পায় নি। গোলশূন্য ড্র নিয়েই পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে। 

এমএএম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর