শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনার হারে দুদকের আইনজীবীর কষ্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১২:০২ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার হারে দুদকের আইনজীবীর কষ্ট

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। ২-১ গোলে মেসিদের এমন পরাজয় মেনে নিতে পারছেন না আর্জেন্টাইন সমর্থকরা। প্রিয় দলের এমন পরাজয়ে কষ্ট পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খানও।

বুধবার (২৩ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টে গিয়ে সাংবাদিকদের সামনে এমন কষ্টের কথা জানান দুদকের আইনজীবী।


বিজ্ঞাপন


খুরশীদ আলম বলেন, ‘আর্জেন্টিনার হারে আমি কষ্ট পেয়েছি। তবে সৌদি আরব যোগ্য দল হিসেবেই জিতেছে বলে আমার মনে হয়। তাদের ছয়জন খেলোয়াড় একইসঙ্গে ছিল। ছয়জন সমসময় ডিপ-ডিফেন্সে থাকে। আমি ফুটবলে কখনোই তা দেখি নাই। আমি ফুটবল বিশেষজ্ঞ নই।’

দুদকের এই আইনজীবী আরও বলেন, ‘আর্জেন্টিনার ভুল ছিল, তারা যখন প্রথম আওয়ারে খেলল, এ জিনিসটা মার্কিংয়ে থাকা উচিত ছিল। সৌদি আরবের ছয়জন একইসঙ্গে ওপরে খেলেছে, আবার ছয়জন একইসঙ্গে ডিফেন্সে খেলেছে। এই ধরনের একটি ডিফেন্স ভাঙা সত্যিকারের কঠিন ব্যাপার।’

বেশি আত্মবিশ্বাসই আর্জেন্টিনাকে জুবিয়েছে এমন মন্তব্য করে দুদকের এই আইনজীবী বলেন, ‘বেশি আত্মবিশ্বাস থাকা ভালো না। সব প্রতিপক্ষকে সমানভাবে নেওয়া উচিত। সবাইকে প্রতিপক্ষ ভাবা উচিত। মানুষকে আন্ডার মাউন্ড করলে যা হয়। আর্জেন্টিনার ক্ষেত্রে তাই হয়েছে। সৌদি আরব জিতেছে সেটা বড় কথা না। সৌদি আরব অনেক বেটার খেলেছে।’

সৌদির কাছে পরাজয় থেকে আর্জেন্টিনার শিক্ষা নেওয়া উচিত জানিয়ে খুরশীদ আলম বলেন, ‘এরপর দুটি ম্যাচে যদি তারা হারে তাহলে তো বিপদ। এজন্য আর্জেন্টিনার সমর্থক হিসেবে কষ্ট পাওয়া স্বাভাবিক। সৌদি আরবের কাছে হার থেকে আর্জেন্টিনার শিক্ষা নেওয়া উচিত।’


বিজ্ঞাপন


এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর