বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

শেষ হচ্ছে মুলারের ২৫ বছরের বায়ার্ন অধ্যায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

২০০০ সালে বায়ার্নের একাডেমিতে যোগ দিয়ে যাত্রার শুরু জার্মান তারকা থমাস ফুটবলার। এরপর মুলারের সিনিয়র দলে ২০০৮ সালে অভিষেক হয়। সে যাত্রাটা ২০২৫ সালে এসে থেমে যাচ্ছে। চলতি মৌসুম শেষে বায়ার্ন ছাড়ছেন এই জার্মান তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টে বিষয়টি নিশ্চিত করছেন মুলার। বিদায় বেলায় একটা আক্ষেপের কথাও জানিয়েছেন মুলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুলার বলেন, ‘ক্লাব আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় না। যদিও এটা আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে মেলে না, তবে ক্লাবের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা।’

গত ১৭ মৌসুমে বায়ার্নের যত অর্জন, সবকিছুর সঙ্গে ছিলেন এই ফরোয়ার্ড। এ সময়ে মুলার বুন্দেসলিগায় ১৫০টি সহ ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন। বায়ার্নের হয়ে জিতেছেন ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ। বায়ার্নের ইতিহাসে গোলসংখ্যায় মুলার আছেন সেরা তিনে, ২৪৭টি। তার চেয়ে বেশি গোল কেবল জার্ড মুলার (৫৬৫) ও রবার্ট লেভানদোভস্কির (৩৪৪)।

বায়ার্নের জার্সিতে রেকর্ড ৭৪৩ ম্যাচ খেলেছেন মুলার। মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবেই সংখ্যাটা বাড়বে আরও। ১৭ বছরের সিনিয়র ক্যারিয়ারে জিতেছেন ১২টি বুন্দেসলিগা, এর মধ্যে টানা জিতেছেন ১১টি। সঙ্গে আছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি ডিএফবি-পোকালসহ অসংখ্য শিরোপা। এই মৌসুমেও বুন্দেসলিগা উঠতে যাচ্ছে তাদের হাতেই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন