বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

আর্সেনাল ম্যাচের আগে রিয়ালের তিন ফুটবলারকে শাস্তি দিল উয়েফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

আর্সেনাল ম্যাচের আগে রিয়ালের তিন ফুটবলারকে শাস্তি দিল উয়েফা

গত মাসে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল। সেই ম্যাচের পর, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তদন্ত শুরু করে—অভিযোগ ছিল, ম্যাচ শেষে প্রতিপক্ষের দর্শকদের উদ্দেশে ‘অশোভন আচরণ’ করেছিলেন আন্তোনিও রুডিগার, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র ও দানি সেবায়োস।

অবশেষে সেই তদন্তের ফলাফল এসেছে। ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। উয়েফার মতে, ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার কোনো নিয়মভঙ্গ করেননি। তবে বাকি তিনজন—এমবাপে, রুডিগার এবং সেবায়োস—পেয়েছেন শাস্তি।


বিজ্ঞাপন


ফ্রান্সের স্ট্রাইকার এমবাপে ও জার্মান ডিফেন্ডার রুডিগারকে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা (সাসপেন্ডেড ব্যান) ও যথাক্রমে ২৫,০০০ পাউন্ড ও ৩৫,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োসকে দিতে হবে ১৭,০০০ পাউন্ড।

তবে সুখবর হলো, এই শাস্তিগুলো এখনই কার্যকর হচ্ছে না, ফলে এই চারজনই অংশ নিতে পারবেন আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল, লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। দ্বিতীয় লেগ ১৬ এপ্রিল, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর