নিশানের নতুন সেভেন সিটার বাংলাদেশের বাজারে আসবে কি না তা সঠিক জানা যায়নি। তবে ভারতের বাজারে আসবে এটা নিশ্চিত।
বাজাজের পালসার মোটরসাইকেলের দাম কমেছে। ভারতের বাজারে পালসার ১২৫ মডেলের দাম কমানো হয়েছে।
শক্তিশালী ইঞ্জিন নতুন ফিচারে এই বাইক বাজারে এসেছে। এটি মূলত তরুণ প্রজন্মের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে।
বিশেষ ফিচার হিসেবে এই স্কুটারে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এছাড়াও আছে আইথ্রিএস প্রযুক্তি, ইউএসবি চার্জিং পোর্ট।
বাংলাদেশ হোন্ডা জানিয়েছে এই অফারটি সীমিত সময়ের জন্য। অফারটি পাওয়া যাবে হোন্ডা অথরাইজড ডিলার শোরুমে।
মারুতি সুজুকি তাদের গাড়ি বহরে নতুন বাহন আনল। মডেল মারুতি সুজুকি ফ্রঙ্কস। এটি একটি সাশ্রয়ী দামের স্পোর্টস ইউলিটি ভেইকেল বা এসইউভি।
গাড়িটির আসন সংখ্যা মাত্র দুইটি। বিশেষ ফিচার হিসেবে গাড়িটিতে রয়েছে ডিজিটাল প্যানেল এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্টের মতো আধুনিক ফিচার।
বিএমডব্লিউ দাবি করছে এই গাড়ির পেট্রোল সংস্করণ ৯.২ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার গতি উঠতে পারে।
বাজারে নতুন গাড়ি এনেছে টয়োটা। মডেল টয়োটা ইনোভা ক্রিস্টা। এটি একটি মাল্টিপারপাস ভেইকেল বা এমপিভি। পাঁচটি রঙে পাওয়া যাবে টয়োটার নতুন এই গাড়ি।
ভারতের হিরো মটো কর্প নতুন স্কুটার আনল। মডেল হিরো জুম। সাশ্রয়ী দামে বাজারে পাওয়া যাচ্ছে।
শুক্রবারই টাটা মোটরসের শেয়ারের দাম এক লাফে অনেকটা বেড়েছে। সপ্তাহের শেষ দিনে টাটা মোটরসের শেয়ারের দাম বেড়েছে ৬.২৫ শতাংশ।
গাড়ি, মোটরসাইকেল কিংবা যেকোনো যানবাহন থামানোর জন্য ব্রেক চাপা হয়। ব্রেক গতি কমিয়ে আনে।
দেশে পরিবহন খাতে দুর্ঘটনা রোধে দক্ষ গাড়িচালক তৈরি করতে চায় সরকার।
সম্প্রতি বাজারে ইলেকট্রিক বাইক এনেছে ওয়ালটন। তাকিওন নামের এই ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে তিনটি ভার্সনে।