২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে দলের সঙ্গে গতকাল যোগ দিয়েছেন লিওনেল মেসিসহ আরও কয়েক ফুটবলার।
এবার মূল পর্বের লড়াইয়ের আগে বুধবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তারা। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মাঠে নামবে মেসি-দিবালারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- কেমন আছেন ইনজুরিতে থাকা আর্জেন্টাইন ফুটবলাররা?
আন্তর্জাতিক ফুটবলে শেষ ৩৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। বুধবার স্বাগতিকদের হারাতে পারলেই দলটি জন্ম দিবে নতুন এক রেকর্ড। ব্রাজিল, আলজেরিয়া ও স্পেনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়বে লিওনেল স্কোলানির দল। এরপর সামনে থাকবে ইতালি। দলটির সর্বোচ্চ ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে।
আর্জেন্টিনা গণমাধ্যমের তথ্যমতে, আবুধাবিতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন দলের ১০ ফুটবলার। সবার আগে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। এরপর গুইদো রদ্রিগেজ ও জার্মান পেজেলা যোগ দেন অনুশীলন ক্যাম্পে।
বিজ্ঞাপন
২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২৭ নভেম্বর মেক্সিকো ও ১ ডিসেম্বর পোল্যান্ডের মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।
এফএইচ