রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ঢাকা

বিশাল মিছিল নিয়ে স্টেডিয়ামে সৌদি সমর্থকরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

বিশাল মিছিল নিয়ে স্টেডিয়ামে সৌদি সমর্থকরা (ভিডিও)

চলতি কাতার বিশ্বকাপে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছে সৌদি আরব। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হয়েছে এই ম্যাচ। খেলার আগে উৎসবের আমেজ বিরাজ করছে সেখানে। বিশাল মিছিল নিয়ে কাতারের লুসাইল স্টেডিয়ামের দিকে এসেছে সৌদির হাজার হাজার সমর্থক।

সৌদি আরবের বিপক্ষে কোচ স্কালোনি দলকে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছেন। সৌদি আরবের বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে স্বপ্ন রচনার সূচনা করতে যাচ্ছে মেসিরা।


বিজ্ঞাপন


আজকের ম্যাচে বেশকিছু রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে মেসিকে। দেখে নেওয়া যাক আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের সামনে আজকের ম্যাচ কি নিয়ে অপেক্ষা করছে।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, আলেহান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

সৌদি আরবের একাদশ: আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর