বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে ডাচরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে ডাচরা

নানান ঘটন-অঘটনের জন্ম দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষে মাঠে গড়িয়েছে শেষ ষোলোর খেলা। পা ফসকালেই বিদায় নিতে হবে আসর থেকে, এমন সমীকরণের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছে এই দুই দলের লড়াই। ম্যাচের প্রথমার্ধে মেম্ফিস ডিপে ও ড্যালে ব্লাইন্ডের গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই গোলের লিড নিয়ে বিরতিতে গেছে লুইস ফন গালের দল।

ম্যাচের তৃতীয় মিনিটেই বড় সুযোগ হারায় যুক্তরাষ্ট্র। অ্যাডামসের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়েও কাজে লাগাতে পারেননি পুলিসিক। এরপর ম্যাচের দশম মিনিটে মেমফিসের দারুণ গোলে এগিয়ে যায় ডাচরা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করা হাকপো মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে পাস দেন ডামফ্রিসকে। এই ডিফেন্ডারের পাস বক্সে ফাঁকা পেয়ে ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন বার্সা ফরোয়ার্ড।


বিজ্ঞাপন


এরপর ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। ডামফ্রিসের পাস থেকে পাওয়া বল ডান পায়ের শটে জালে পাঠান ডিফেন্ডার ড্যালে ব্লাইন্ড।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর