সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

উরুগুয়েকে রুখে দিল দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

উরুগুয়েকে রুখে দিল দক্ষিণ কোরিয়া

এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখছে বিশ্ব। এশিয়ার দেশগুলোর সফলতা যেন থামানোই যাচ্ছে না। সৌদি আরব, জাপান থেকে শুরু করে এবার দক্ষিণ কোরিয়া। সকলেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছে। গ্রুপ এইচের লড়াইয়ে লাতিন আমেরিকার দেশ উরুগুয়েকে রুখে দিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বর দেশটি। আক্রমণ-পাল্টা আক্রমণের পর দুই দলের লড়াই গোলশূন্য ড্র হয়েছে। 

কাতার বিশ্বকাপে চমক দেখা যাচ্ছে প্রতিনিয়ত। বিশ্ব চ্যাম্পিয়নরা রীতিমতো এশিয়ানদের বিপক্ষে হোঁচট খাচ্ছে । আর্জেন্টিনার সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু। এরপর জাপানের জার্মানি বধ। কি হয় নি বিশ্বকাপের এই চারটি দিনে।


বিজ্ঞাপন


আজ দক্ষিণ কোরিয়া উরুগুয়েকে হারাতে না পারলেও শূন্য হাতে মাঠ ছাড়েনি। লাতিন পরাশক্তি লুইস সুয়ারেজদের সাথে সমানে সমান লড়াই করেছে সং এর দল।

ম্যাচের পুরো ৯০মিনিট ধরেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু ইরান ও কাতার হেরেছে এখন পর্যন্ত। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর