সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

কাতার বিশ্বকাপ মিশন দারুণভাবেই শুরু করল স্পেন। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতারের আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নেমেছে এই দুই দল। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে ‘টিকিটাকা’ খ্যাত দলটি।

ম্যাচের প্রথম থেকেই কোস্টারিকাকে চেপে ধরে স্পেন। ১১তম মিনিটে দানি ওলমোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্পেন। ডি-বক্সের বাইরে থেকে পাওয়া বলে দারুণ দক্ষতায় কোস্টারিকার গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে আনন্দে ভাসান ওলমো।


বিজ্ঞাপন


আরও পড়ুন- এবার জাপানের কাছে ধরাশায়ী চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা

তার ঠিক দশ মিনিট পরই আবারও দলকে লিড এনে দেন মার্কো অ্যাসেনসিও। ২১তম মিনিটে জর্ডি আলবার বাম দিক থেকে পাওয়া ক্রসে নাভাসকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান অ্যাসেনসিও।

ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফেরান তোরেস। ডি-বক্সে দুয়ার্তে ফাউল করে বসেন আলবাকে। এতেই পেনাল্টিতে বাঁ দিকে নিচু শট নেন তোরেস। পেয়ে যান সহজ গোল। যার ফলে ৩-০ গোলের লিড নিয়ে নির্ভার হয়েই বিরতিতে যায় স্পেন।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর