বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

সেভিয়ায় নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন আন্তোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

একটা সময় ড্রিবলিং, গতি আর অসাধারণ স্কিলের জন্য ফুটবলপ্রেমীদের চোখে তার আলাদা একটা আকর্ষণ ছিল। আয়াক্সে তার পারফরম্যান্স দেখে ম্যানচেস্টার ইউনাইটেড যখন প্রায় ১০ কোটি মার্কিন ডলারের বেশি খরচ করে তাকে দলে নেয়, তখন মনে হয়েছিল প্রিমিয়ার লিগে নতুন এক তারকা যুগের সূচনা হবে। কিন্তু গল্পটা তেমন হলো না।

ওল্ড ট্র্যাফোর্ডে দুই-আড়াই বছরের লম্বা ব্যর্থতার অধ্যায় কাটিয়ে এই জানুয়ারিতেই ধারে রেয়াল বেতিসে পাড়ি জমালেন আন্তোনি। এবং, স্পেনে এসে যেন এক নতুন মানুষ হয়ে উঠলেন!


বিজ্ঞাপন


ইংল্যান্ডে কাটানো দিনগুলো ছিল সংগ্রামের, চাপের, আর হতাশার। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি গোলের চেয়ে বেশি দেখেছেন হলুদ কার্ড। ধীরে ধীরে কোচের আস্থাও হারান। শেষমেশ, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তার বিদায়ঘণ্টা বেজে যায়।

বেতিসের বিশ্বাস ছিল—আন্তোনি শুধুই হারিয়ে যাওয়া এক প্রতিভা নন, বরং সঠিক পরিকল্পনা আর আত্মবিশ্বাস দিলে তিনি আবারও নিজেকে খুঁজে পাবেন। আর সেটাই হয়েছে! স্পেনে আসার পর ১২ ম্যাচেই ৪ গোল, ৪ অ্যাসিস্ট। মাঠে তার সাহসী খেলা, আক্রমণাত্মক মুভমেন্ট আর বলের ওপর আত্মবিশ্বাস বেতিসকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। একটা সময় লা লিগার দশম স্থানে থাকা দলটি এখন উঠে এসেছে ছয় নম্বরে, আর চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নটা এখন আরও বাস্তব হয়ে উঠছে।

এদিকে স্পেনে এসে নিজেকে নতুন করে ফিরে পাওয়ার পর সম্প্রতি দাজোনকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তোনি বলেছেন, "আমি এখানে খুবই খুশি। নিজেকে ফিরে পেয়েছি। আমার পরিবারও খুশি। প্রতিটি দিন গড়ানোর সঙ্গে আমি আরও বেশি বুঝতে পারছি, এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল!" 

সেভিয়া শহরের পরিবেশও পছন্দ হয়েছে আন্তোনির, যেন ব্রাজিলেরই প্রতিচ্ছবি। তিই বলেন, "সূর্য, খাবার, মানুষজন—সবকিছু আমাকে ব্রাজিলের কথা মনে করিয়ে দেয়। এখানকার উষ্ণতা আমার কাছে বিশেষ কিছু।"


বিজ্ঞাপন


এদিকে আন্তোনিকে যে কোনো উপায়ে সেভিয়াতেই ধরে রাখতে চান দলটির আরেক তারকা ইস্কো। তিনি বলেন,  "যেকোনো উপায়ে ওকে ধরে রাখতে হবে! আমাদের কিছু একটা করতে হবে যেন অন্তত আরও এক বছর ওকে এখানে রাখা যায়। ও আসার পর দলে একটা নতুন মাত্রা এসেছে!"

এদিকে বেতিসের সঙ্গে আন্তোনির ধার চুক্তিতে স্থায়ী হওয়ার কোনো শর্ত নেই। তবে যদি সুযোগ আসে, তাহলে তিনি এখানেই থাকতে চান। তিনি বলেন, "ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমি কৃতজ্ঞ। ওখানে যেমন কঠিন সময় গেছে, তেমনি কিছু ভালো সময়ও কেটেছে। কিন্তু এখন আমার মন পড়ে আছে বেতিসে। আমি এখানে খুবই খুশি।"

আন্তোনির জন্য বেতিস শুধু একটা ক্লাব নয়, বরং নতুন করে জীবন খুঁজে পাওয়ার জায়গা। ম্যানচেস্টার ইউনাইটেডে যেখানে তিনি হারিয়ে যাচ্ছিলেন, সেখানে বেতিসে এসে যেন আবার নিজেকে আবিষ্কার করলেন। এখন প্রশ্ন একটাই—এই জাদু কি কেবল চলতি মৌসুমেই থাকবে, নাকি দীর্ঘস্থায়ী হবে?

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর