শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার শঙ্কা

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে শেষ ম্যাচে মেসি শিখিয়েছেন কিভাবে লিখতে হয় স্বপ্ন জয়ের গল্প। ‘এলএমটেন’ এর ম্যাজিক্যাল গোল সেদিন লুসাইলের গ্যালারিকে করেছিল প্রকম্পিত। ম্যাচের ৬৪তম মিনিটে তার পা থেকে আসা গোলই যেন বিশ্বকাপকে দিয়েছিল ‘পূর্ণতা’। তবে সেই ম্যাচ জিতেও এখনও চাপ কাটেনি লিওনেল স্ক্যালোনির। শেষ ষোলোতে নিজেদের জায়গা পাকা করতে মেসি-ডি মারিয়াদের লিখতে হবে আরেকটি নতুন অধ্যায়ের।

আরও পড়ুন- ক্যামেরুন-সার্বিয়ার বাঁচা-মরার লড়াই


বিজ্ঞাপন


১লা ডিসেম্বর গ্রুপ ‘সি’ এর শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠ নামবে আলবেসেলিস্তারা। কাতারে বিশ্বকাপের শুরুটা একেবারেই ভাল হয়নি পোল্যান্ডের। মেক্সিকোর বিরুদ্ধে গোলশূন্য ড্র’য়ের পর সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলে জয় পায় পোলিশরা।

সেই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে অঘটন ঘটালেও পোল্যান্ডের সঙ্গে সুবিধা করতে পারেনি সৌদি আরব। এতে শনিবারের ম্যাচে জিতে দুই নম্বর উঠে আসে মেসিরা। তাই আর্জেন্টিনার শেষ ষোলোর টিকিট হাতে পেতে পোল্যান্ডকে হারাতেই হবে।

আরও পড়ুন- কবে ফিরছেন নেইমার জানালেন তিতে!


বিজ্ঞাপন


পোল্যান্ডকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিতে মরিয়া আলবেসেলিস্তারা। তবে অঘটনের কাতারে অনেক কিছুই হতে পারে। ম্যাচটি ড্র হলেও সুযোগ থাকবে মেসিদের সামনে। তবে তাকিয়ে থাকতে হবে সৌদি আরবের দিকে। আরব দেশটি মেক্সিকোর সঙ্গে হেরে গেলে শেষ ষোলোতে পৌঁছাতে পারবে আর্জেন্টিনা। কারণ, প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারের তিক্ত স্বাদ পায় স্ক্যালোনির দল। তাই হেরে গেলে কোনও সুযোগই থাকবে না মেসিদের সামনে।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর