শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

লজ্জার হারের পর শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৫:৪২ এএম

শেয়ার করুন:

লজ্জার হারের পর শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ব্রাজিল

সার্বিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হারায় ১-০ গোলে। টানা দুই ম্যাচে জয় পেয়ে শেষ ষোলোর টিকিট পেয়ে যায় সেলেসাওরা। তবে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৩ নম্বরে থাকা ক্যামেরুনের বিপক্ষে হেরে বসল তিতের দল। লজ্জার হার যেন কোনভাবেই মেনে নিতে পারছেন না সেলেসাও ভক্তরা। তবে হেরেও গোল ব্যবধানের কারণে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে পা রাখল নেইমার জুনিয়ররা। 

আজ গ্রুপ পর্বের শেষ লড়াইয়ের আগে সমর্থকরা শেষ ষোলোর সমীকরণ মেলাতে ব্যস্ত ছিলেন। সেখানে সব থেকে বড় ধাক্কাটা আসে 'এইচ' গ্রুপ থেকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়ে। ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলের এই হারের পর দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ কোরিয়াকে পেয়েছে।  


বিজ্ঞাপন


ফিফার সূচি অনুযায়ী 'এইচ' গ্রুপের রানার্সআপ 'জি' গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হবে। সেই অনুসারে এশিয়া জায়ান্টদের পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের মিশনটা মোটেও ভালো হয় নি দক্ষিণ কোরিয়ার। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র, এরপর ঘানার বিপক্ষে হার। সব মিলিয়ে বাদ পড়ার শঙ্কায় ছিল সংয়ের দল। 

তবে আজ নাটকীয়ভাবে পর্তুগালকে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। আগামী ৫ নভেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের উঠার লড়াইয়ে মাঠে নামবে এশিয়ার জায়ান্টরা। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর