বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গ্রুপ ‘সি’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিকবার সুযোগ পেয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নি। সবশেষ দুই দলের লক্ষ্যভেদের ব্যর্থতায় গোলশূন্য ড্র’য়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি। বাঁচা-মরার এই লড়াইয়ে আজকের ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লিওনেল স্ক্যালোনির দল। পুরো প্রথমার্ধে বলার মতো সুযোগও তৈরি করতে পারেনি আর্জেন্টাইন ফুটবলাররা। বক্সের সামনে গিয়েই খেই হারাচ্ছিলেন আলবেসেলিস্তা ফুটবলাররা। ভাঙতে পারছিলেন না মেক্সিকোর জমাট রক্ষণ।
বিজ্ঞাপন
উল্টো ম্যাচের প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল মেক্সিকো। ৪৫তম মিনিটে ভেগার নেওয়া ফ্রি কিক দারুণ দক্ষতায় ঝাঁপিয় ধরেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস।
গোল না পেলেও ৬৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে আর্জেন্টিনা। যদিও লক্ষ্যে নিতে পারেনি একটি শটও। অপরদিকে তিন শটের একটি লক্ষ্যে রেখেছে মেক্সিকো।
এফএইচ