মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

শেষ মুহূর্তের গোলে লিড নিয়ে বিরতিতে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০১:৫১ এএম

শেয়ার করুন:

শেষ মুহূর্তের গোলে লিড নিয়ে বিরতিতে বেলজিয়াম

কাতার বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে কানাডা ও বেলজিয়াম। আহমেদ বিন আলী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথম থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে দুই দল। তবে গোলের দেখা পাচ্ছিল না কোনও দলই। সবশেষ বিরতির বাঁশি বাজার ৬ মিনিট আগে কাঙ্ক্ষিত গোল পায় বেলজিয়াম।

তবে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সহজ সুযোগ হারায় কানাডা। ম্যাচের নবম মিনিটে ডি বক্সে ফাউল করে হলুদ কার্ড দেখেন বেলজিয়ামের মিডফিল্ডার। তবে পেনাল্টি পেয়েও সেই সুযোগ হারান আলফোনসো ডেভিস। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কর্তোয়া।


বিজ্ঞাপন


এরপর বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি কানাডা। তবে ম্যাচের ৪১তম মিনিটে মাঝ মাঠ থেকে উড়ে আসা বলে বাতসুয়াইর গোলে প্রথম গোলের দেখা পায় ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই’য়ে থাকা বেলজিয়াম। এরপর আর কোনও দলই গোল করতে না পারায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বেলজিয়াম।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর