রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ড্রেসিং রুম পরিপাটি রেখে গেলেন জাপান ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১১:২৮ এএম

শেয়ার করুন:

loading/img

ভদ্র ও পরিচ্ছন্ন জাতি হিসেবে বরাবর খ্যাতি রয়েছে জাপানের। এসবের ছাপ নানান সময়ে পেয়েছে বিশ্ববাসী। কাতার বিশ্বকাপে জাপান সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করার ছবিও সামনে এসেছে। এবার সামনে এলো জাপান ফুটবল দলের ড্রেসিং রুমের।

ইতালির ফুটবল সাংবাদিক ফ্যাবরিজিও রোম্যানো ফেসবুকে জাপান ফুটবলারদের ড্রেসিং রুমের ছবি শেয়ার করেছেন। ম্যাচের আগে ও পরে এখানেই অবস্থান করেছিলেন খিমিচ-শুশি গোন্ডারা।


বিজ্ঞাপন


ছবিতে দেখা যাচ্ছে যে, খেলা শেষে ড্রেসিং রুম ছেড়ে যাওয়ার সময় খুবই পরিপাটি করে রেখে গিয়েছেন জাপান ফুটবলাররা।

কাতার বিশ্বকাপে একের পর এক চমক দেখছে ফুটবল বিশ্ব। যার শুরুটা হয় সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হার দিয়ে। এরপর এশিয়ার ‘পাওয়ার হাউস’ খ্যাত জাপান হারিয়ে দিয়েছে আসরের আরেক শক্তিশালী দল জার্মানিকে। ম্যাচ শেষে আলোচনায় এসেছে জাপান সমর্থকদের স্টেডিয়ামে পড়ে থাকা বর্জ্য নিজ হাতে পরিষ্কার করে ভদ্রতার অনন্য নজির দেওয়ার।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub