শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কাতারের বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়ে যা বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

কাতারের বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়ে যা বলল চীন
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ডানে)

একটি দুর্দান্ত ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার তিনি কাতারের আমির সঙ্গে কথা বলার সময় দেশটির প্রশংসা করেন। এ সময় তিনি কৌশলগত অংশীদারিত্ব ও অন্যান্য ইস্যুতে আলোচনা করেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত রিয়াদ-চীনা শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছেন।


বিজ্ঞাপন


এ সময় কাতারের আমির শি জিনপিংকে তার প্রশংসার জন্য ধন্যবাদ জানান এবং আরব বিশ্ব ও এশিয়ায় এই ধরনের বড় ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন।

উভয় নেতা দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক, বিনিয়োগ, জ্বালানি ও শিল্পে তাদের উন্নয়নের বিষয়টি পর্যালোচনা করেছেন।

এ সময় তারা দু’দেশের স্বার্থের সঙ্গে জড়িত বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করেন।

সৌদি রাজধানী রিয়াদে ৪২ তম উপসাগরীয় শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। অপরদিকে চীনের প্রেসিডেন্ট বুধবার সন্ধ্যায় সরকারি সফরে সৌদি আরবে পৌঁছেন।


বিজ্ঞাপন


সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর