আর মাত্র চার দিন। প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। অংশ নিবে ফিফা অন্তর্ভুক্ত ৩২ টি দল। বিশ্বকাপে অংশ নিতে এরমধ্যেই আরব দেশটিতে পা রাখতে শুরু করেছে দলগুলো।
২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি মাঠে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। ২৯ দিন সময়সীমার এই লড়াইয়ে আল খুরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কাতার এবং ইকুয়েডর। অন্যদিকে, ১৮ই ডিসেম্বর কাতার জাতীয় দিবসে বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- কেমন আছেন ইনজুরিতে থাকা আর্জেন্টাইন ফুটবলাররা?
মূল পর্বের লড়াইয়ের আগে আসরে অংশ নেয়া ২০টি দল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। একনজরে জেনে নেওয়া যাক প্রস্তুতি ম্যাচের সময়সূচি।
১৫ নভেম্বর: সেনেগাল বনাম কাজাখাস্তান
১৬ নভেম্বর: সংযুক্ত আরব আমিরাত বনাম আর্জেন্টিনা
বিজ্ঞাপন
১৬ নভেম্বর: ইরান বনাম তিউনিশিয়া
১৬ নভেম্বর: সৌদি আরব বনাম ক্রোয়েশিয়া
১৬ নভেম্বর: পোল্যান্ড বনাম চিলি
১৭ নভেম্বর: মেক্সিকো বনাম সুইডেন
১৭ নভেম্বর: কানাডা বনাম জাপান
১৭ নভেম্বর: জর্ডান বনাম স্পেন
১৭ নভেম্বর: ইরাক বনাম কোস্টারিকা
১৭ নভেম্বর: মরক্কো বনাম জর্জিয়া
১৭ নভেম্বর: সুইজারল্যান্ড বনাম ঘানা
১৮ নভেম্বর: ক্যামেরুন বনাম পানামা
১৮ নভেম্বর: পর্তুগাল বনাম নাইজেরিয়া
১৮ নভেম্বর: মিশর বনাম বেলজিয়াম
১৮ নভেম্বর: বাহরাইন বনাম সার্বিয়া
এফএইচ