মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

নাটকীয়ভাবে স্পেনকে হারিয়ে শেষ ষোলোতে জাপান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০২:৫৮ এএম

শেয়ার করুন:

নাটকীয়ভাবে স্পেনকে হারিয়ে শেষ ষোলোতে জাপান

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে স্পেনের বিপক্ষে মাঠে নামে জাপান। হারলে বাদ, জিতলে শেষ ষোলো নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে জাপান। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ‘দ্যা স্যামুরাই ব্লু’ খ্যাত দলটি।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ 'ই'-এর ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে এই দুই দল। ম্যাচের প্রথমার্ধে জাপানকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। উল্টো আলভারো মোরাতার গোলে একাদশ মিনিটেই এগিয়ে যায় স্পেন। এরপর বাকি সময়ের বেশির ভাগ বল নিয়ে খেলায় আধিপত্য বিস্তার করেন স্প্যানিশ ফুটবলাররা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- কোস্টারিকাকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

তবে বিরতি থেকে ফিরে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৪৮তম মিনিটে জাপানের হয়ে প্রথম গোল করেন রিতসু দোয়ান। এরপর তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন আও তানাকা। এরপর বহু চেষ্টায়ও সেই গোল শোধ করতে পারেনি স্পেন। অথচ ম্যাচে ৮৭ শতাংশ সময় বল দখলে রেখেছিল তারা। শট নিয়েছে ১২টি, যার ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে ব্লু সামুরাইরা ৬টি শট নিয়েছে, যার মধ্য ৩টি ছিল গোলমুখে। কিন্তু এসব হিসেব-নিকেশ মাত্র তিন মিনিটে পাল্টে দেয় জাপানিরা।

আগামী সোমবার শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে জাপান। একইদিন স্পেন মোকাবিলা করবে মরক্কোর। 

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর