চলতি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুঃসংবাদ পায় হট ফেভারিট ব্রাজিল। দলের অন্যতম তারকা ফুটবলার নেইমার জুনিয়র ইনজুরিতে পড়েন। বিশ্বকাপে তার ফেরা নিয়েই ছিল দুশ্চিন্তা। তবে এবার জানা গেলো এরই মধ্যে শতভাগ সুস্থ হয়ে উঠেছেন নেইমার।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে এক টুইটবার্তায় এমন খবর দিয়েছে ব্রাজিল ফুটবল।
বিজ্ঞাপন
টুইটবার্তায় বলা হয়েছে, নেইমার বলেছেন যে, তিনি ইতোমধ্যে গোড়ালি ইনজুরি থেকে ১০০% সুস্থ হয়েছেন। শেষ ষোলোতেই নেইমার মাঠে নামবেন বলে জোরালোভাবে আশা করা হচ্ছে।
— Brasil Football (@BrasilEdition) November 30, 2022
এদিকে বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি) এক খবরে বলেছে যে, বুধবার নেইমারকে সুইমিং পুলে ফিজিওথেরাপি চালিয়ে যেতে দেখা গেছে। তিনি জোরকদমে বিশ্বকাপে ফেরার চেষ্টা করছেন।
একই সময়ে ইনজুরিতে থাকা অ্যালেক্স সান্দ্রোকেও জগিং এবং অন্যান্য অনুশীলন করতে দেখা যায়। এছাড়া আরেক খেলোয়াড় দানিলো বুধবার দলের সঙ্গে যোগ দেন ও আলাদাভাবে অনুশীলন করেন।
বিজ্ঞাপন
নেইমার, অ্যালেক্স ও দানিলোকে শুক্রবার দিবাগত রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে দেখা যাবে না।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলেই শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ০-২ গোলে এবং সুইজারল্যান্ডের বিপক্ষে ০-১ গোলে জয় পায় সিলভা-রদ্রিগোরা।
একে