মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনার একাদশে ফিরেছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার একাদশে ফিরেছেন ডি মারিয়া

দীর্ঘ ৩৬ বছরের দুঃসহ আক্ষেপকে ভুলে নতুন উদ্যমে এবারের আসরে পা রাখা আলবিসেলেস্তারা আজ বিশ্বকাপের ফাইনালে। প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। চির অধরা বিশ্বকাপের সোনালি সেই ট্রফিকে উঁচু করে ধরতে ফরাসিদের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ মাঠে নামচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। ইনজুরি কাটিয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার অ্যানহেল ডি মারিয়া ফেরায় নির্ভার থাকছে আলবিসেলেস্তা শিবির।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হচ্ছে ফাইনালের লড়াই। 


বিজ্ঞাপন


গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পরে শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামা হয়নি ডি মারিয়ার। কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষে বদলি হিসেবে ফিরলেও সেমিতে ক্রোয়েশিয়া ম্যাচে খেলতে পারেননি এই উইঙ্গার।

একাদশে ডি মারিয়া ফেরায় ৪-৪-২ ফর্মেশন সাজিয়েছেন স্ক্যালোনি। তাই একাদশে জায়গা হয়নি ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের।

অন্যদিকে ফরাসি দলে ফিরেছেন সেন্টার ব্যাক দায়দ উপেমেকানো ও মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও। অসুস্থতার কারণে বুধবার মরক্কোর বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জেতা সেমিফাইনালে খেলতে পারেননি তারা।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি

ফ্রান্স একাদশ

উগো লরিস, জুল কুন্দে, রাফায়েল ভারানে, দায়দ উপেমেকানো, থিও এরনঁদেজ, অঁতোয়ান গ্রিজমান, অহেলিয়া চুয়ামেনি, আদ্রিওঁ রাবিও, উসমান দেম্বেলে, অলিভিয়ে জিরুদ, কিলিয়ান এমবাপে

এফএইচ

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর