শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

গোলবন্যায় বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ১১:৩৯ পিএম

শেয়ার করুন:

গোলবন্যায় বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর তিন দিন। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। গা গরমের ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রীতিমতো গোলউৎসব করেছে। আরবদের তাদের ঘরের মাঠে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসিরা।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে আলবিসেলেস্তেরা। সাফল্যের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন ফুটবলারদের। ১৭ তম মিনিটে মেসির অ্যাসিস্টে আরব আমিরাতের জালে প্রথম বল জড়ান জুলিয়ান আলভারেজ।


বিজ্ঞাপন


প্রথম গোলের পর যেন আরো নিজেদের আক্রমণের হার আরো বাড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। সেই ধারাবাহিকতায় ২৫তম মিনিটে দলের হয়ে আনহেল ডি মারিয়া দ্বিতীয় গোলটি করেন।

77

নিজের প্রথম গোল পেয়ে আরো বিধ্বংসী হয়ে উঠেন জুভেন্টাস তারকা ডি মারিয়া। প্রথামার্ধের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। বিরতির আগে গোলের দেখা পেয়ে যান ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাতিন আমেরিকার দেশটি।

দ্বিতীয়ার্ধে আমিরাত ম্যাচে ফেরার জন্য কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। উল্টো ম্যাচের ৬০তম মিনিটে করিয়ার গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।


বিজ্ঞাপন


শেষ পর্যন্ত আর কোন গোল না হলে মেসি-ডি মারিয়াদের গোলবন্যার ম্যাচ থামে ৫-০ গোলের বড় জয় দিয়ে।

বিশ্বকাপের আগে স্কালোনির দলের এমন জয়ে উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টাইন সমর্থকেরা। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে মেসির আর্জেন্টিনা।

এমএএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর