বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

প্রস্তুত ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১১:১৮ এএম

শেয়ার করুন:

প্রস্তুত ব্রাজিল
অনুশীলনে ব্রাজিল দল, হাসিমুখে তিতে- ফেসবুক

ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত নয়টায় কাতারের আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে প্রস্তু নেইমার-সিলভারা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে মরিয়া ভিনি-রদ্রিগোরা। এরই মধ্যে সফলভাবে অনুশীলন সম্পন্ন করেছে দলটি। 


বিজ্ঞাপন


ব্রাজিল ফুটবল ফেডারেশন সামাজিক মাধ্যমে অনুশীলনের ছবি প্রকাশ করে বলেছে, শুক্রবারের ম্যাচের জন্য ছেলেরা প্রস্তুত। সেমিফাইনালে সিট এখনো খালি আছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের শক্তির জায়গা সম্পর্কে বলেছেন দানিলো। তিনি বলেন, ‘খেলোয়াড়েরা যেকোনো জায়গায় খেলতে ইচ্ছুক। যদি প্রয়োজন হয়, তাহলে সেটি তারা করবে। ব্রাজিল দল এ ব্যাপারে সবার চেয়ে এগিয়ে আছে।’

খেলোয়াড়েরাও নিজেদের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন বলে জানালেন দানিলো, ‘যারা প্রথম একাদশে খেলে, তারা যেভাবে ম্যাচের প্রস্তুতি নেয়, অন্যরাও ঠিক একইভাবে নেয়। প্রত্যেকেই জানে, তাদের দায়িত্বটা কী! আসলে এটা আমাদের কোচিং স্টাফের কারণেই সম্ভব হয়েছে।’

কোচিং স্টাফদের প্রশংসা করে দানিল জানান, ‘কোচিং স্টাফরা দারুণ করছেন। তারা খেলোয়াড়দের সেরাটাই বের করে আনার চেষ্টা করছেন। তারা খুব পরিশ্রম করছেন খেলোয়াড়দের নিয়ে।’


বিজ্ঞাপন


আর মাত্র তিন ম্যাচ জিতলেই হাতে উঠবে স্বপ্নের শিরোপা। তাবে ব্রাজিল দল বলছে, তারা এগোতে চায় একটা একটা করে। আপাতত লক্ষ্য ক্রোয়েশিয়াকে চুরমার করা।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর