মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

রোনালদোর রেকর্ড ভাঙলেন মরক্কোর ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

রোনালদোর রেকর্ড ভাঙলেন মরক্কোর ফুটবলার

পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সেই ম্যাচে গোল করে দলকে জেতান ইউসুফ আন নেসিরি। প্রথমবারের মতো আফ্রিকার দলটিকে শেষ চারে পৌঁছে দেন এই ২৫ বছর বয়সী সেভিয়া ফরোয়ার্ড।

আন নেসিরির সেই জয়সূচক গোল ভেঙেছে রেকর্ড। যে রেকর্ডে আগে নাম ছিল রোনালদোর, সেটাই ভেঙেছেন আন নেসিরি। পর্তুগাল গোলকিপার দিয়েগো কস্তা বলের গতিবিধি বুঝতে পারেননি, নেসেরি লাফিয়ে সেই বল হেডে লক্ষ্যভেদ করেন। তা দেখে সাইড বেঞ্চে বসে থাকা রোনালদোর প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। হতবাক হয়ে যান পাঁচবার ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।


বিজ্ঞাপন


আরও পড়ুন- রোনালদোই সর্বকালের সেরা: কোহলি

আন নেসিরির সেই গোল এখন ইতিহাসের পাতায়। মরক্কান স্ট্রাইকার ২.৭৮ মিটার উঁচুতে উঠে হেড করে গোল করেছেন। কাতারের সংবাদ মাধ্যম বেইন স্পোর্টস এক টুইটে জানায়, এটাই সবচেয়ে উঁচু থেকে গোল করার রেকর্ড। 

আন নেসেরির আগে জুভেন্টাসের জার্সি গায়ে সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচে ২.৫ মিটারের একটু বেশি উঁচুতে থেকে হেডে গোল করে রেকর্ড গড়েছিলেন সিআর সেভেন।


বিজ্ঞাপন


এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর