স্পেনের বিপক্ষে ম্যাচটি জাপানের জন্য টিকে থাকার লড়াই। হারলে বাদ, জিতলে শেষ ষোলো নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছে জাপান। বাঁচা-মরার এই লড়াইয়ে শক্তিশালী স্পেনের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে আছে ‘দ্যা স্যামুরাই ব্লু’ খ্যাত দলটি।
কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি। প্রথম থেকেই জাপানের ওপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে স্পেন। যার ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ১১তম মিনিটে আজপিলইকুয়েতার ক্রস থেকে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন মোরাতা। জাতীয় দলের জার্সি গায়ে ৬০ ম্যাচে এটি তার ৩০তম গোল।
বিজ্ঞাপন
ম্যাচের বাকিটা সময় বল নিজেদের দখলে রেখে মাঝ মাঠ দিয়ে আক্রমণের চেষ্টা চালায় স্পেন। ২৬তম মিনিটে দানি ওলমোর শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে জাপান বলার মত তেমন কোনোই আক্রমণ করতে পারেনি। সবশেষ আর কোনো দল গোল করতে না পারায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।
এফএইচ































































































































































































































































































































































































































































