বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

অফসাইডে বাতিল আর্জেন্টিনার তিন গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

অফসাইডে বাতিল আর্জেন্টিনার তিন গোল

বিশ্বকাপের তৃতীয় দিনের উন্মাদনায় আজ মাঠে নেমেছে শিরোপার প্রবল দাবিদার আর্জেন্টিনা। গ্রুপ 'সি' এর প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের দশম মিনিটেই গোলের দেখা পায় লিওনেল মেসি। পেনাল্টি থেকে এই ফুটবল জাদুকরের গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। তবে প্রথমার্ধে আরো তিনটি গোলের দেখা পেলেও অফসাইডের খাড়ায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তিনটি গোলই বাতিল হয়ে যায়।   

প্রথমার্ধের ২২তম মিনিটে প্রথম গোলের পরেই লাউতারো মার্তিনেস আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন। মেসির পাস থেকে গোল করলেও ভিএআরে পরিষ্কার বোঝা যায় বল রিসিভ করার সময়েই মেসি অফসাইডে দাঁড়িয়েছিলেন। 


বিজ্ঞাপন


২৮তম মিনিটে ও ৩৪তম মিনিটে আবারও দুইটি গোল অফসাইডে বাতিল করা হয়। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ৩৯তম মিনিটে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর