মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

রামোসসহ একাধিক তারকাকে বাদ দিয়ে স্পেনের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

রামোসসহ একাধিক তারকাকে বাদ দিয়ে স্পেনের বিশ্বকাপ দল

কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর নয় দিন। এই মেগা আসরকে সামনে রেখে একে একে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ব্রাজিল, জার্মানি, বেলজিয়াম, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলো ইতোমধ্যে তাদের স্কোয়াড জানিয়ে দিয়েছে। আজ শুক্রবার (১১ নভেম্বর) সেই তালিকায় নাম লেখাল স্পেনও। তবে স্প্যানিশ দল যেন ছেঁটে ফেলার মিছিল। স্কোয়াডে জায়গা পাননি ইউরোপের বড় দলগুলোতে খেলা একাধিক তারকা।

২৬ সদস্যের দল নিয়ে কাতার যাচ্ছে লুইস এনরিকের দল। বিশ্বকাপের মতো বড় আসর থেকে স্প্যানিশদের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ সার্জিও রামোসকে। এছাড়া দলে জায়গা হয়নি একাধিক তারকার। লিভারপুল মিডফিল্ডার থিয়েগো, চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা, ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াওসহ আরও কয়েকজন তারকাও বাদ পড়েছেন। 


বিজ্ঞাপন


স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সাইমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।

ডিফেন্ডার: কারবাহাল, আজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, গুইলামোন, পাউ টরেস, আইমেরিক ল্যাপোর্টে, আলবা, গায়া। 

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লরেন্টে, পেদ্রি, কোকে।

ফরোয়ার্ড:  ফেররান টরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি।

এমএএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর