শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

কাতার বিশ্বকাপের কার্ড দিয়ে ওমরাহ করতে পারবেন দর্শকরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

কাতার বিশ্বকাপের কার্ড দিয়ে ওমরাহ করতে পারবেন দর্শকরা

সৌদি আরব ঘোষণা করেছে যে, কাতার বিশ্বকাপে হায়া কার্ডধারী মুসলমানদের ১১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ভিসাসহ ওমরাহ পালন এবং মদিনায় যাওয়ার অনুমতি দেওয়া হবে।

শুক্রবার (১৪ অক্টোবর) সৌদি নিউজ চ্যানেল আল এখবারিয়া ও দ্য পেনিনসুলা কাতারের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আল এখবারিয়া টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল-শামারি ঘোষণা করেছেন যে, মুসলিম হায়া কার্ডধারীরা সৌদিতে দুই মাস পর্যন্ত থাকতে পারবেন।

তিনি বলেন, 'ভিসা বিনামূল্যে কিন্তু চিকিৎসা বীমা ভিসা প্ল্যাটফর্ম থেকে করা আবশ্যক।'

তিনি আরও যোগ করেছেন যে, কার্ডধারীদের একটি মাল্টি-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে যা তাদের বৈধতার সময়কালে যেকোনো সময় সৌদি আরবে প্রবেশ এবং প্রস্থান করার অনুমতি দেবে।

কাতার বিশ্বকাপের যে কোনো ম্যাচ দেখতে হলে বাধ্যতামূলকও করা হয়েছে এই হায়া কার্ড। ম্যাচ দেখতে হলে টিকিট তো লাগবেই, সঙ্গে থাকতে হবে হায়া কার্ডও। হায়া কার্ড আন্তর্জাতিক দর্শকদের জন্য কাতারের মাটিতে এন্ট্রি পারমিট হিসাবে কাজ করবে। এই কার্ডধারী নিজের সঙ্গে আরও তিনজনকে নিতে পারবেন কাতারে।


বিজ্ঞাপন


একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর