বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

শেষ ষোলোতে আর্জেন্টিনার সামনে ফ্রান্স পরীক্ষা! 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

শেষ ষোলোতে আর্জেন্টিনার সামনে ফ্রান্স পরীক্ষা! 

বিশ্বকাপের তৃতীয় দিনে বড় অঘটন দেখল ফুটবল বিশ্ব। আজ মঙ্গলবার গ্রুপ 'সি'র প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের শোচনীয় হারে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ তুলনামূলক কঠিন হয়ে পড়েছে। শেষ ষোলোতে উঠতে পারলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পরীক্ষার মুখে পড়বে লিওনেল মেসির দল। 

এক বুক আশা নিয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছিল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে শুরুটাও দারুণ করেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শুরুতেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। তবে দ্বিতীয়ার্ধেই যেন নাটকীয়ভাবে ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব। শেষ পর্যন্ত দুই দলের কেউই আর গোল করতে না পারলে ইতিহাসের পাতায় চলে যায় ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫১ নম্বর দলটি।   


বিজ্ঞাপন


আর্জেন্টিনার নকআউটে উঠতে হলে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই। সৌদির বিপক্ষে হারের পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে আলবিসেলস্তেরাদের। 

'সি' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠতে পারলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ফরাসিরা 'ডি' গ্রুপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডে গেলে রাশিয়া বিশ্বকাপের ম্যাচের পুনরাবৃত্তি ঘটবে। 

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরেই বিদায় নিয়েছিল মেসিরা। চার বছর পর আবারও কাজেন অ্যারেনার লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব! 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর