সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ঢাকা

ক্রোয়েশিয়ার সামনে জাপান পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

ক্রোয়েশিয়ার সামনে জাপান পরীক্ষা

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউট পর্ব শুরু হয়েছে। শেষ আটে উঠার লড়াইয়ে আজ মাঠে নামছে চারটি দেশ। দিনের প্রথম ম্যাচে এশিয়ার পাওয়ার হাউস খ্যাত 'জাপান' এর মুখোমুখি হবে আগের বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বে রীতিমত পুরো বিশ্বকে তাক লাগিয়েছে জাপান।  আল জানোব স্টেডিয়ামে আজ রাতে দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। 

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামার আগে ক্রোয়েশিয়ানরা রয়েছে ফুরফুরে মেজাজে। বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্টরা। তিন ম্যাচে একটিতে জয় আর দুই ড্র নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠে লুকা মড্রিচের দল। নিজেদের প্রথম ম্যাচে তাদের গোলশূন্য রুখে দেয় মরক্কো। পরের ম্যাচে কানাডাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় ক্রোয়েটরা। শেষ ম্যাচে আবারও বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে ক্রোয়েশিয়া। 


বিজ্ঞাপন


অপরদিকে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান এবারের বিশ্বকাপে নিজেদের জানান দিয়েছে দারুণভাবে। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে 'সামুরাই ব্লু' খ্যাত দলটি দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকেও দারুণ এক প্রত্যাবর্তনে চারবারের বিশ্বকাপ জয়ীদের ২-১ গোলে হারায় জাপান।

এরপর কোস্টারিকার বিপক্ষে ১-০ ব্যবধানের হারে ছন্দপতন হলেও শেষ ম্যাচে আবারও জার্মানি ম্যাচের মতো একই দৃশ্যপটে স্পেনকে ২-১ গোলে হারায় এশিয়ার জায়ান্টরা। 

জাপানের বিপক্ষে ক্রোয়াটদের সমানে সমান। এর আগে তিনবারের দেখায় একটি জয় ক্রোয়েশিয়ার, একটি জাপানের এবং একটি ম্যাচ ড্র হয়েছে। আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে দুই দলের লড়াই। 

এমএএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর